শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
করোনা মহামারি

বিশ্বে আক্রান্ত ২ কোটি ছাড়াল

২১৩টি দেশ ও অঞ্চলে তান্ডব চালাচ্ছে এই ভাইরাস যুক্তরাষ্ট্রে ২ সপ্তাহে আক্রান্ত ৯৭ হাজারের বেশি শিশু
যাযাদি ডেস্ক
  ১১ আগস্ট ২০২০, ০০:০০

বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। শক্তিধর দেশগুলোকেও বিপর্যস্ত করে তুলেছে প্রাণঘাতী এই ভাইরাস। এর মধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেল। আন্তর্জাতিক জরিপ সংস্থা 'ওয়ার্ল্ডোমিটার'র এক পরিসংখ্যান অনুযায়ী, সোমবার সন্ধ্যা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছে সাত লাখ ৩৩ হাজার ৯৭৬ জন। তবে করোনা থেকে সুস্থতার হারও কম নয়। এরই মধ্যেই আক্রান্তদের মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে উঠেছে। করোনা থেকে সুস্থতার সংখ্যা এক কোটি ২৯ লাখের বেশি। সংবাদসূত্র :বিবিসি, রয়টার্স, সিএনএন

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে তান্ডব চালাচ্ছে এই ভাইরাস। তবে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটির সবগুলো অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫২ লাখের বেশি। এর মধ্যে মারা গেছে এক লাখ ৬৬ হাজারের বেশি। তবে দেশটিতে এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছে ২৬ লাখ ৬৪ হাজার ৭০১ জন। সেখানে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৩ লাখ ৭০ হাজারের বেশি। অপরদিকে, আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৭ হাজার ৮১২ জন।

এদিকে, সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৫৮২। এর মধ্যে মারা গেছে এক লাখ এক হাজারের বেশি। এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছে ২১ লাখ ১৮ হাজার ৪৬০ জন।

অপরদিকে, তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২২ লাখ ১৪ হাজার ১৩৭। এর মধ্যে মারা গেছে ৪৪ হাজার ৪৬৬ জন। তবে এরই মধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১৫ লাখ ৩৪ হাজার ২৭৮ জন।

রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৮৮ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে মারা গেছে প্রায় ১৫ হাজার। তবে আক্রান্তদের মধ্যে অধিকাংশ এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছে। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে প্রায় সাত লাখ মানুষ।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছে ১০ হাজারের বেশি। তবে দেশটিতে এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছে চার লাখ ১২ হাজারের বেশি। এছাড়া মেক্সিকো, পেরু, কলম্বিয়া, আশানুরূপ চিলি, স্পেন, ইরান, যুক্তরাজ্য, সৌদি আরব, পাকিস্তান, বাংলাদেশ, ইতালি, আর্জেন্টিনা, তুরস্ক, জার্মানি এবং ফ্রান্সেও সংক্রমণ বাড়ছে।

যুক্তরাষ্ট্রে ২ সপ্তাহে করোনায় আক্রান্ত ৯৭ হাজারের বেশি শিশু : এদিকে, এক প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে গত জুলাই মাসের শেষ দুই সপ্তাহে ৯৭ হাজারের বেশি শিশু প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। 'আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়েট্রিক্স' এবং 'চিলড্রেন্স হসপিটাল অ্যাসোসিয়েশন' যৌথভাবে এই প্রতিবেদন প্রকাশ করেছে। গবেষণায় দেখা গেছে, গত দুই সপ্তাহে বিভিন্ন অঙ্গরাজ্য এবং শহরগুলোতে শিশুদের করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

শিশুদের ওপর করোনাভাইরাসের প্রভাব এবং এই ভাইরাস ছড়িয়ে পড়ায় তরুণদের ভূমিকা নিয়ে অনেকদিন ধরেই গবেষণা চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তারা। তারা বোঝার চেষ্টা করছেন, এই মুহূর্তে শিশুদের স্কুলে ফেরানো ঠিক হবে কিনা।

এরই মধ্যে বেশ কিছু স্কুল তাদের কার্যক্রম শুরু করেছে। অপরদিকে, কিছু স্কুল পুনরায় শুরু করার প্রস্তুতি নিচ্ছে। এদিকে, জর্জিয়া অঙ্গরাজ্যের একটি স্কুল সম্প্রতি সংবাদের শিরোনাম হয়েছে। তাদের কার্যক্রম শুরুর পর সেখানে নয়জন করোনায় আক্রান্ত হওয়ায় এ নিয়ে বেশ আলোচনা চলছে।

ওই স্কুলের প্রিন্সিপালের পাঠানো এক চিঠিতে ৯ জনের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওই চিঠিতে জানানো হয়েছে, আক্রান্তদের মধ্যে ছয়জন শিক্ষার্থী এবং বাকি তিনজন স্টাফ।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ সম্প্রতি অনেক মার্কিন নেতাই বলেছেন, এই ভাইরাস শিশুদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে না। কিন্তু সম্প্রতি এক গবেষণা বলছে, প্রাপ্তবয়স্কদের মতোই কিছু শিশু ভাইরাস ছড়াতে ভূমিকা রাখে। গত মে মাস থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৮৬ শিশুর মৃতু্য হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<108447 and publish = 1 order by id desc limit 3' at line 1