শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
সংসদে প্রধানমন্ত্রী

নিবার্চনে আনতে কারও মান ভাঙাতে পারব না

নতুনধারা
  ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০
আপডেট  : ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:২৮
বুধবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যাযাদি রিপোটর্ বিএনপি নিবার্চনে আনতে কোনো উদ্যোগ না নেয়ার কথা আবার জানালেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদে তিনি বলেন, ‘এখানে কে মান-অভিমান করল, আর কার মান ভাঙাতে যাব, সেটা জানি না। সহানুভূতি দেখাতে গিয়ে যদি অপমানিত হয়ে ফিরে আসতে হয়, সেখানে আর যাবার কোনো ইচ্ছা আমার নেই।’ একাদশ সংসদ নিবার্চনের সময় নিদর্লীয় সরকারের দাবিতে বিএনপি সংলাপ চেয়ে এলেও শেখ হাসিনা বরাবরই তা প্রত্যাখ্যান করছেন। দশম সংসদ নিবার্চনের আগে সংলাপের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফোন করে প্রত্যাখ্যাত হয়েছিলেন শেখ হাসিনা। খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পর সান্ত¡না জানাতে গেলেও তার জন্য খোলা হয়নি দ্বার। বিএনপি এখন তাদের নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সংসদ ভেঙে নিদর্লীয় সরকারের অধীনে নিবার্চন এবং ইসি পুনগর্ঠনের দাবি তুললেও তাতে সাড়া দিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই পরিস্থিতিতে জাতীয় পাটির্র সংসদ সদস্য ফখরুল ইমাম বুধবার প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন, ‘দেশে পলিটিক্যাল অভিমান চলছে। এটা কোনোক্রমেই রোহিঙ্গা সমস্যার থেকে কম নয়। এটা কীভাবে সমাধান করবেন তা জানতে চাই।’ তার উত্তরে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মান-অভিমান কোথায়, তা আমি জানি না। এটা নীতির প্রশ্ন, রাজনৈতিক সিদ্ধান্তের প্রশ্ন, আর হচ্ছে আইনের প্রশ্ন। ‘কেউ যদি অন্যায় করে, অথর্ আত্মসাৎ করে, চুরি করে, খুন করে, খুনের প্রচেষ্টা চালায়, গ্রেনেড ও বোমা মারে। তার বিচার হবে এটাই স্বাভাবিক।’ শেখ হাসিনা বলেন, ‘দেশটা সকলের। বিষয়টি এমন নয় যে দেশটা আমাদের একার। যারা রাজনীতি করবেন, দেশের প্রতি তাদের দায়িত্ববোধ থাকতে হবে। সেই দায়িত্ববোধ থেকেই নিজেদের কমর্পন্থা করবেন। সেই অনুযায়ী কাজ করবেন।’ নিজের কথা বলতে গিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আমি নিজের স্বাথের্ রাজনীতি করি না। নিজেদের লাভ লোকসানের জন্য রাজনীতি করি না। লাভ-লোকসানের বিচার করি না। সেই হিসাবও করি না। হিসাব করি জনগণের জন্য কী করলাম। তাদের কতটুকু করতে পারলাম। জনগণের জন্য রাজনীতি করি।’ এনিয়ে টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। উন্নয়নচিত্র দেখে জনগণ আগামী নিবার্চনেও আওয়ামী লীগকেই ভোট দিয়ে ক্ষমতায় রাখবে বলে আশাবাদী তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে