বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মালদ্বীপের নিবার্চনে বিরোধী দলের অপ্রত্যাশিত জয়

যাযাদি ডেস্ক
  ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০
আপডেট  : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:২৬
ইব্রাহিম মোহামেদ সোলিহ

সব জল্পনার অবসান ঘটিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট নিবার্চনে অপ্রত্যাশিত জয় পেয়েছেন বিরোধীদলীয় জোটের প্রাথীর্ ইব্রাহিম মোহামেদ সোলিহ। দেশটির নিবার্চন কমিশন সোমবার সকালে যে ফল প্রকাশ করেছে তাতে দেখা যায়, ৫৮ দশমিক ৩ ভাগ ভোট পেয়ে প্রেসিডেন্ট নিবাির্চত হয়েছেন সোলিহ। তিনি ভোট পেয়েছেন এক লাখ ৩৪ হাজার ৬১৬ ভোট। আর ক্ষমতাসীন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন পেয়েছেন ৯৬ হাজার ১৩২ ভোট। এদিকে, প্রেসিডেন্ট নিবার্চনে সোলিহর কাছে পরাজয় মেনে নিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে পরাজয় মেনে নেয়ার কথা জানান তিনি। সংবাদসূত্র : বিবিসি, রয়টাসর্, এনডিটিভি বিশ্লেষকরা বলছেন, দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের এই পরাজয় অপ্রত্যাশিত। কারণ ইয়ামিনের জয় নিশ্চিত করতে পাতানো নিবার্চনের ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন বিদেশি নিবার্চন পযের্বক্ষণকারীরা। ভোটের ফল প্রকাশ হওয়ার পর রাজধানী মালেতে ‘ইবু’ নামে পরিচিত সোলিহ বলেন, ‘সুখের মুহ‚তর্ এটি ও আশারও। ব্যালট বাক্সে জনগণের ইচ্ছা প্রতিফলিত হয়েছে। তাদের বাতার্ জোরালো ও পরিষ্কার। মালদ্বীপের জনগণ পরিবতর্ন, শান্তি ও ন্যায়বিচার চায়। প্রেসিডেন্ট ইয়ামিনকে জনগণের ইচ্ছা মেনে নিয়ে সংবিধান অনুযায়ী নিবিের্ঘœ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করার আহŸান জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘মালদ্বীপে এবার শান্তি প্রতিষ্ঠা করতে চাই আমরা। আমি শুধু আমার দলের প্রেসিডেন্ট নই। আমি মালদ্বীপের সব মানুষের প্রেসিডেন্ট।’ ইব্রাহিম মোহামেদ সোলিহর প্রতি সমথর্ন ছিল মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের। ফল ঘোষণার পর টুইটারে তিনি ইব্রাহিম মোহামেদ সোলিহকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ?‘শুধু মালদ্বীপের জনগণই নয়, বিশ্বের স্বাধীনতাকামী সব মানুষের জন্য অসাধারণ কাজ করেছেন।’ সকালে নিবার্চন কমিশনের ফল প্রকাশিত হওয়ার পর পুরো দ্বীপপুঞ্জে উৎসব ছড়িয়ে পড়ে। বিরোধীদলীয় সমথর্করা সোলিহর মালদিভিয়ান ডেমোক্রেটিক পাটির্র (এমডিপি) হলুদ রঙা পতাকা নিয়ে রাস্তায় নেচে-গেয়ে উল্লাস করে। এদিকে, নিবার্চনে বিরোধীদলীয় জোটের প্রাথীর্র কাছে পরাজয় মেনে নিয়েছেন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে ইয়ামিন বলেন, ‘মালদ্বীপের জনগণ যা চায়, সেই সিদ্ধান্ত নিয়েছে। নিবার্চনী ফল মেনে নিয়েছি আমি। আজ (সোমবার) সকালে ইব্রাহিম মোহামেদ সোলিহর সঙ্গে দেখা করেছি আমি, যাকে মালদ্বীপের ভোটাররা তাদের পরবতীর্ প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন। আমি তাকে অভিনন্দন জানাই।’ এর আগে ইয়ামিনকে জয়ী করতে নিবার্চন কমিশনসহ ক্ষমতাসীন দল নানাভাবে চেষ্টা চালায় বলে অভিযোগ করেছিল পযের্বক্ষকদল এবং মানবাধিকার সংস্থাগুলো। তবে নিবার্চন কমিশন বলছে, কোনো রকম বিপত্তি ছাড়াই নিবার্চনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং মালদ্বীপের ইতিহাসে সবচেয়ে শান্তিপূণর্ নিবার্চন হলো এবারের প্রেসিডেন্ট ভোট। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে মালদ্বীপে রাজনৈতিক অস্থিরতা চলছে। রোববার মালদ্বীপে ব্যাপক সমালোচনার মুখে দেশটির প্রেসিডেন্ট নিবার্চন অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র বলেছিল, যদি নিবার্চনের মাধ্যমে মালদ্বীপের গণতান্ত্রিক পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে