শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকায় বিএনপির সভা বৃহস্পতিবার ঘোষণা রিজভীর

যাযাদি রিপোটর্
  ২৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ঢাকায় আগামী বৃহস্পতিবার জনসভা করবে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার এ ঘোষণা দিয়ে বলেন, সোহরাওয়াদীর্ উদ্যান অথবা রাজধানীর নয়াপল্টনে এ সভা হতে পারে।

সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কাযার্লয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বৃহস্পতিবার দুপুর ২টায় এই জনসভা হবে।

সংবাদ সম্মেলনে সমাবেশের ঘোষণা দেয়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে সরকারের তীব্র সমালোচনা করেন। রিজভী বলেন, ‘আওয়ামী লীগের সুশাসনের বোধ কখনোই ছিল না। নানা ফন্দিফিকির করে ক্ষমতায় এসে সন্ত্রাস বিতরণের কেন্দ্রে পরিণত হয়। চঁাদাবাজি, দখল, টেন্ডার-সন্ত্রাস, লুটপাট, নিযার্তন-অত্যাচারের কাহিনী প্রতিদিন সংবাদপত্রের পাতায় জায়গা দখল করে থাকে।’

সাবেক ছাত্রনেতা রিজভী বলেন, ‘আওয়ামী রাজনীতি কখনোই দলীয় সংকীণর্তার বলয় থেকে বেরিয়ে আসতে পারেনি। সে জন্য আওয়ামী ক্ষমতাসীনরা ব্যাংক-বিমা, শেয়ারবাজার, বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্য সেক্টর সবই আত্মসাৎ করেছে।’

গত সপ্তাহে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার একটি বই প্রকাশিত হয়। রিজভীর বক্তব্যে কয়েক দিন ধরেই সেই প্রসঙ্গ উঠে আসছে। আজকের সংবাদ সম্মেলনেও ছিল সিনহা প্রসঙ্গ। রিজভী বলেন, ‘সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার প্রতি সরকারের আচরণের ঘটনাগুলো প্রকাশ হওয়ায় দেশবাসীসহ বিশ্ববাসী বিমূঢ় বিস্ময়ে হতবাক হয়েছে। দেশের প্রধান বিচারপতিকে যেভাবে সরকারপ্রধান থেকে শুরু করে অন্য মন্ত্রীরা হুমকি, গালিগালাজ ও লাঞ্ছিত করেছেন, তাতে আওয়ামী রাজনীতির বিকৃত সংস্কৃতি আবারও জনগণের কাছে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে।’

আগামী ১০ অক্টোবর ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলার রায়ের তারিখ নিধার্রণ করেছে আদালত। কয়েকদিন ধরে এ মামলা এবং বিচারিক প্রক্রিয়া নিয়ে সমালোচনায় মুখর আছেন রিজভী। রোববার সংবাদ সম্মেলনে তিনি ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলাকে ‘আওয়ামী রাজনীতির কুটিল পাটিগণিত’ বলে মন্তব্য করেন। রিজভী বলেন, ২১ আগস্ট বোমা হামলার পুরো বিষয়টাই একটি প্রহেলিকা। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার দেশীয় ও বৈদেশিক চক্রান্তের বিপজ্জনক বøুপ্রিন্ট। বিএনপিকে নিশ্চিহ্ন করার নানাবিধ ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ২১ আগস্ট বোমা হামলা মামলায় সরকার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আইন-আদালতকে।

বিএনপি ক্ষমতায় থাকার সময় ২০০৪ সালের ২১ আগস্টের ভয়াবহ হামলায় মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভী রহমানসহ আওয়ামী লীগের ২৬ নেতাকমীর্ নিহত হন। ভয়াবহ ওই হামলায় আহত হন সংসদের তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বতর্মান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনেও রিজভী ২১ আগস্ট প্রসঙ্গ আনেন এবং মুখর হন সমালোচনায়। তিনি বলেন, দেশ এখন আওয়ামী কুরাজনীতির ঘেঁাট পাকানো অবস্থার মধ্যে নিপতিত হয়েছে। এখন সরকারের ইচ্ছা-অনিচ্ছা অনুযায়ী আইনি প্রক্রিয়া ও বিচারিক কাযর্ক্রম চলে। ২১ আগস্টের বোমা হামলা মামলা এটির একটি প্রকৃষ্ট উদাহরণ। রিজভীর বক্তব্য, বিএনপির নিদোর্ষ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য কমর্কতাের্দর কাল্পনিক গল্প তৈরি করে ফঁাসানোই হচ্ছে মূল উদ্দেশ্য। ২১ আগস্ট বোমা হামলা মামলায় তারেক রহমানের নাম জড়ানো সম্পূণর্রূপে চক্রান্তমূলক ও সরকারপ্রধানের ক্রোধ ও ঈষার্র ঝাল মেটানোরই বধির্ত প্রকাশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<14152 and publish = 1 order by id desc limit 3' at line 1