শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঐতিহাসিক সঁাওতাল বিদ্রোহ দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ০১ জুলাই ২০১৮, ০০:০০

ঐতিহাসিক সঁাওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। এ দিবসে ব্রিটিশবিরোধী আন্দোলনের শহীদ বীর সেনানি আদিবাসী সিঁধু-কানুর স্মরণে শনিবার দেশের বিভিন্ন স্থানে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবর :

বোচাগঞ্জ (দিনাজপুর) : বেসরকারি প্রতিষ্ঠান ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অগার্নাইজেশন (ইএসডিও) প্রেমদীপ প্রকল্পের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেমদীপ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মকসেদুল মোমেমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মো. শাহান পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তৈয়মুর ইসলাম, সাধারণ সম্পাদক শাহাজান আলী শাহিন, টেকনিক্যাল অ্যান্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম ও নাফানগর দাখিল মাদ্রসার সুপারিনটেন্ডেন্ট মো. আজগার আলী।

নিয়ামতপুর (নওগঁা): নিয়ামতপুর সদর ইউপি সদস্য নকুল চন্দ্র দাসের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কারিতাস আলোঘর প্রকল্পের এরিয়া কো-অডিের্নটর মো. আমিনুল ইসলাম, কারিতাস নিয়ামতপুর শাখার মাঠ কমর্কতার্ সিএমএফপি মিথায়েল করা, আদিবাসী নেতা ডা. গাব্রিয়েল চঁড়ে, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী বদিউল আলম, ডিস্ট্র্রিক স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) নাজমূল ইসলাম, আদিবাসী নেতা দাউদ মারান্ডি।

বীরগঞ্জ (দিনাজপুর) : বীরগঞ্জ থানা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে মাকড়াই আদিবাসী কমিউনিটি সেন্টার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বীরগঞ্জ থানা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি বাজুন বেসরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি বাবুল বাস্কে, সাধারণ সম্পাদক মাথিয়াস মাডির্, সদস্য খৃস্টফার মাডীর্, পিউশ মুমুর্ প্রমুখ।

ঠাকুরগঁাও : ঠাকুরগঁাও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের বিদায়ী সভাপতি আবু তোরাব মানিক, নব নিবাির্চত সভাপতি মনসুর আলী, জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার নেতা ইমরান হোসেন, শামীম হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে