বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিশু রুবি হত্যা আসামিদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

ফরিদগঞ্জ (চঁাদপুর) প্রতিনিধি
নতুনধারা
  ০১ জুলাই ২০১৮, ০০:০০

ফরিদগঞ্জে চাঞ্চল্যকর শিশু রুবি হত্যায় জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাবা টেলু মিজি। শুক্রবার বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কতৃর্পক্ষের কাছে এমন দাবি জানান তিনি।

লিখিত বক্তব্যে টেলু মিজি বলেন, স্ত্রী ও তিন সন্তান নিয়ে কোনোমতে দিনাতিপাত করছিলাম। আমার শিশুসন্তান মেয়ে রুবি আক্তার (৭) উপজেলার সেকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্রী ছিল। ২০১৫ সালের ২৬ জুলাই প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায় রুবি আক্তার। কিন্তু ওই দিন সে আর বাড়ি ফিরে আসেনি। ফলে বিভিন্ন স্থানে খেঁাজাখঁুজি শেষে দুই দিন পর ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করি। প্রায় মাস পর জনৈক সোলেমান মিজির বাড়ির পাশে ডোবায় একটি প্লাস্টিকের বস্তায় রুবি আক্তারের পচা গলিত মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে