শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদাকে বঙ্গবন্ধুতে ভতির্ ও মেডিকেল বোডর্ পুনগর্ঠনের নিদের্শ

যাযাদি রিপোটর্
  ০৫ অক্টোবর ২০১৮, ০০:০০
আপডেট  : ০৫ অক্টোবর ২০১৮, ১১:২১
খালেদা জিয়া

দুনীির্ত মামলার সাজায় কারাগারে থাকা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে দ্রæত ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভতির্ এবং তার চিকিৎসায় গঠিত পঁাচ সদস্যের মেডিকেল বোডর্ পুনগর্ঠনের নিদের্শ দিয়েছে হাইকোটর্। বিশেষায়িত হাসপাতালে ভতির্ এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশেষ বোডর্ গঠনের নিদের্শনা চেয়ে খালেদা জিয়ার পক্ষে করা একটি রিট আবেদনের শুনানি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোটর্ বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। খালেদার চিকিৎসায় গত সেপ্টেম্বরে সরকার যে মেডিকেল গঠন করে দিয়েছিল, তার তিন সদস্যকে বাদ দিয়ে নতুন তিনজনকে সেখানে দায়িত্ব দিতে বলেছে আদালত। হাইকোটের্র আদেশ অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক আব্দুল জলিল চৌধুরী এবং ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা আহমেদ বোডের্ থাকবেন। আর কাডির্ওলজি বিভাগের অধ্যাপক হারিসুল হক, অথোের্পডিক সাজাির্র বিভাগের অধ্যাপক আবু জাফর চৌধুরী এবং চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক তারেক রেজা আলীর বদলে নতুন তিনজনকে বোডের্র সদস্য হিসেবে মনোনীত করে দেবে সরকার। তবে এই তিনজনের কেউ কেন্দ্রীয় বা জেলা পযাের্য় সরকার সমথর্ক স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বা বিএনপি সমথর্ক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বতর্মান বা প্রাক্তন সদস্য কিংবা সমথর্ক হতে পারবেন না। হাইকোটর্ বলেছেন, খালেদা জিয়া তার পছন্দমতো ফিজিওথেরাপিস্ট, গাইনোলজিস্ট ও টেকনিশিয়ান নিতে পারবেন। বোডের্র অনুমতিসাপেক্ষে বাইরে থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনতে পারবেন। খালেদা জিয়াকে দ্রæত হাসপাতালে ভতির্ এবং ভতির্ করামাত্র তার চিকিৎসা শুরুর নিদের্শ দিয়েছেন আদালত। আপিল শুনানি রোববার পযর্ন্ত মুলতবি এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুনীির্ত মামলায় পঁাচ বছর কারাদÐের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানি রোববার পযর্ন্ত মুলতবি করেছেন হাইকোটর্। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোটর্ বেঞ্চে বৃহস্পতিবার এ আদেশ দেয়া হয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। গত ১২ জুলাই এ আপিল শুনানি শুরু হয়। এ মামলায় ছয় আসামির মধ্যে খালেদা জিয়াসহ তিনজন কারাবন্দি। বাকি তিন আসামি পলাতক। খালেদা জিয়া ছাড়া মামলার বাকি দুই আসামি হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে