শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের জাতিসংঘের তত্ত¡াবধানে নেয়ার দাবি

যাযাদি রিপোটর্
  ০২ জুলাই ২০১৮, ০০:০০

রোহিঙ্গাদের জাতিসংঘের তত্ত¡াবধানে নিয়ে মিয়ানমারে ফিরিয়ে নেয়ার দাবি জানিয়েছে ‘নাগরিক পরিষদ’ নামের একটি সংগঠন। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির পক্ষ থেকে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়েছে।

সংগঠনের সভাপতি মো. শামছুদ্দিনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সামছুদ্দিন আলম, মিনহাজ উদ্দিন সেলিম, হারুনর রশিদ খান, খাজা মহিবউল্লাহ শান্তিপুরি প্রমুখ।

মানববন্ধনের আগে নাগরিক পরিষদের পক্ষ থেকে জাতিসংঘ মহাসচিব বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়। এতে রোহিঙ্গাদের জাতিসংঘের আওতায় নিয়ে মিয়ানমারে ফিরিয়ে নেয়ার দাবি জানানো হয়েছে। এ ছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আগে আরাকানকে জাতিসংঘের নিয়ন্ত্রণে নেয়ারও দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে।

এ দাবির পেছনে যুক্তি হিসেবে নাগরিক পরিষদের সভাপতি মো. শামছুদ্দিন বলেন, আরাকান এলাকা জাতিসংঘের নিয়ন্ত্রণে না নিলে, সেখানে রোহিঙ্গারা নিরাপদ থাকবে না। তাদের ওপর আবারও নিযার্তন করা হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে