বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুটি বোয়িং বিমান কেনা হচ্ছে: অথর্মন্ত্রী

যাযাদি রিপোটর্
  ০২ জুলাই ২০১৮, ০০:০০

এইচএসবিসি ব্যাংক থেকে ঋণে বিমান বাংলাদেশের জন্য দুটি বোয়িং বিমান কেনা হচ্ছে বলে জানিয়েছেন অথর্মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অথর্মন্ত্রী এ কথা বলেন।

অথর্মন্ত্রী বলেন, মোট ছয়টি বোয়িং কেনার পযাের্য় রয়েছে। তবে চলতি বছরেই দুই বিমান আসবে।

ঋণের বিষয়ে অথর্মন্ত্রী বলেন, ‘দুই বোয়িং কেনার জন্য এইচইসবিসি হংকং-এর কাছ থেকে ২৭০ মিলিয়ন ডলার ঋণ নেয়ার বিষয়টি চ‚ড়ান্ত হয়েছে। এই ঋণের সুদের হার লন্ডন ইন্টার ব্যাংকের (লাইবর) রেটের সঙ্গে প্লাস ২ দশমিক ১৬ শতাংশ। সব মিলিয়ে সুদহার হবে ৭ দশমিক ২ শতাংশ। ট্রামর্স ইটস টুয়েলভস ইয়ারস লোন।’

সুদহার আমাদের দেশের তুলনায় বেশি হচ্ছে সাংবাদিকদের প্রশ্নে অথর্মন্ত্রী বলেন, ‘হাডর্ টামর্ লোনে সুদহার সব সময় বেশি হয়।’

বিমান বাংলাদেশের মতো লোকসানি প্রতিষ্ঠানের জন্য চড়া সুদ দিয়ে বিমান কেনার যৌক্তিকতা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে অথর্মন্ত্রী বলেন, ‘কোনো দেশের বিমান কোম্পানি লসে নেই। বিশ্বের কোনো দেশের বিমান লাভজনক নয়।

রোববার অথর্ মন্ত্রণালয়ের সভাকক্ষে হাডর্ টামর্ লোন (কঠিন শতের্র ঋণ) কমিটির বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভনর্র ফজলে কবিরসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে