বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নিবার্চনের তফসিল

যাযাদি রিপোটর্
  ১৯ অক্টোবর ২০১৮, ০০:০০

নভেম্বরের প্রথম সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নিবার্চনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নিবার্চন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে নিবার্চন কমিশনের বৈঠক শেষে এ কথা জানান তিনি।

ইসি সচিব সাংবাদিকদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধান নিবার্চন কমিশনার জানিয়েছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নিবার্চনের তফসিল ঘোষণা করা হবে।

প্রধান নিবার্চন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাকক্ষে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে ওই বৈঠকে বসে কমিশন।

বৈঠকের পর ইইউ রাষ্ট্রদূত রেনসে টেরিংক সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করি নিবার্চন হবে সব দলের অংশগ্রহণমূলক ও প্রতিদ্ব›িদ্বতাপূণর্। গ্রহণযোগ্য নিবার্চনের জন্য এটা গুরুত্বপূণর্। নিবার্চনের আগে ইইউ বিশষজ্ঞ টিম পাঠাবে। তফসিলের পরে নভেম্বরে তারা দুই সপ্তাহ অবস্থান করে ভোটের পরস্থিতি দেখবে।’

বৈঠকের বিষয়ে হেলালুদ্দীন সাংবাদিকদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নিবার্চনের বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় সংসদ নিবার্চন যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় সে ব্যাপারে তারা (ইইউ) আহŸান জানিয়েছেন।

‘নিবার্চন কমিশন তাদেরকে আশ্বস্ত করেছেন যে, আইনের মধ্যে থেকে নিবার্চন কমিশনের যতটুকু ক্ষমতা রয়েছে সবগুলো ক্ষমতা প্রয়োগ করে আসন্ন জাতীয় সংসদ নিবার্চন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি নিবার্চন জাতিকে উপহার দেবেন।’

সচিব বলেন, ‘প্রতিনিধি দল ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ, পাটিির্সপেটরি নিবার্চন চেয়েছেন। কমিশন থেকে বলা হয়েছে, আইনের মধ্যে থেকে সব ব্যবস্থা নেয়া হবে।’

হেলালুদ্দীন বলেন, ইইউ প্রতিনিধিরা ইভিএম, নিবার্চন পযের্বক্ষক, জনবল, আইনশৃঙ্খলা বাহিনী, প্রবাসীদের ভোট দেয়ার প্রক্রিয়া এবং ভোটার তালিকা সম্পকের্ জানতে চেয়েছেন।

‘সিইসি তাদের জানিয়েছেন, আইন পাস হলে স্বল্প পরিসরে ইভিএম ব্যবহার করা হবে।’

সিইসির ব্যক্তিগত কমর্কতার্ একেএম মাজহারুল ইসলাম জানান, সাতটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধি এ বৈঠকে উপস্থিত ছিলেন। সিইসির সঙ্গে চার নিবার্চন কমিশনার ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বৈঠকে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<18260 and publish = 1 order by id desc limit 3' at line 1