মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কমর্সূচির জন্য অনুমতি চাওয়া হয়েছে: রিজভী

যাযাদি রিপোটর্
  ০৪ জুলাই ২০১৮, ০০:০০
আপডেট  : ০৪ জুলাই ২০১৮, ০০:৩৮
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কাযার্লয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় দায়ের করা ‘মিথ্যা’ মামলায় হাইকোটের্র দেয়া জামিন আপিল বিভাগ স্থগিত করেছেন, যা নজিরবিহীন। সবোর্চ্চ আদালতে জামিন স্থগিত হওয়ার ঘটনাটি সম্পূণর্রূপে ‘সরকার নিদেির্শত’। নয়াপল্টনে মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কাযার্লয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, ‘আদালতের উচ্চপযাের্য় ভুক্তভোগী মানুষ প্রতিকার পায়। অবৈধ সরকার নিম্ন আদালতকে সম্পূণর্ভাবে কব্জায় নিয়ে এখন সবোর্চ্চ আদালতকেও হাতের মুঠোয় নিয়েছে কি না, সেটি নিয়ে জনগণের মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে। শেখ হাসিনা জোর করে ক্ষমতায় আছেন বলেই বিচারিক প্রক্রিয়ায় ন্যায়বিচার বাধাগ্রস্ত হচ্ছে।’ অ্যাটনির্ জেনারেল মাহবুবে আলমের উদ্দেশে রিজভী বলেন, ‘বতর্মান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ১/১১-এর সরকারের দায়ের করা ১৫টি মামলা ক্ষমতার জোরে প্রত্যাহার করে নেয়ার ঘটনাতে কি বিচারের বাণী খুশিতে আনন্দ উল্লাস শুরু করেছিল? রাষ্ট্র্রের প্রধান আইন কমর্কতার্ সবোর্চ্চ আদালতকে সরকারের মুখপাত্রে পরিণত করার বন্দোবস্ত করছেন।’ কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষাথীের্দর ওপর ছাত্রলীগ নেতারা হামলা করেছেন উল্লেখ করে রিজভী বলেন, ছাত্রলীগের ধারাবাহিক ববর্র, পৈশাচিক হামলায় সারা দেশের মানুষ ক্ষোভে ধিক্কার জানাচ্ছে। গতকাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা রড, হাতুড়ি, বাঁশের লাঠি দিয়ে সাপ মারার মতো আন্দোলনকারী শিক্ষাথীের্দর পিটিয়ে রক্তাক্ত করেছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবির মুখে প্রায় দুই মাস আগে জাতীয় সংসদে সম্পূণর্রূপে কোটা বাতিলের ঘোষণা দেন। সেদিনই বিএনপি বলেছিল, এই ঘোষণা একটি নাটক ও ছাত্র আন্দোলনের প্রতি প্রতারণা। এখন সেটি অক্ষরে অক্ষরে দৃশ্যমান হচ্ছে। আসলে সেদিন প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়ে জনরোষ থেকে বাঁচতে প্রতারণার কৌশল নিয়েছিলেন। আন্দোলনের প্রতি ছাত্রলীগের আচরণে এটা আবারও প্রমাণিত হলো। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ৫ জুলাই বিক্ষোভ সমাবেশ করতে চায় বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কাযার্লয়ের সামনে বিকেল তিনটায় সমবেত হওয়ার প্রস্তুতি নিয়েছেন দলের নেতা-কমীর্রা। এজন্য অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র বরাবর আবেদনপত্র জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন রিজভী। বিএনপির প্রতীকী অনশন কমর্সূচি ৯ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টা পযর্ন্ত অনুষ্ঠিত হবে। রুহুল কবির রিজভী বলেন, পূবর্ ঘোষিত এই কমর্সূচি পালনের জন্য রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়াসর্ ও মহানগর নাট্যমঞ্চ কতৃর্পক্ষের কাছে আবেদন করা হয়েছে। যেখানে অনুমতি পাওয়া যাবে, সেখানেই প্রতীকী অনশন কমর্সূচি অনুষ্ঠিত হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, এ জেড এম জাহিদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে