শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহাজোটে কেন ভিড়তে চাইছে যুক্তফ্রন্ট?

যাযাদি ডেস্ক
  ১৫ নভেম্বর ২০১৮, ০০:০০

নিবার্চনী রাজনীতিতে আবারও আলোচনায় এসেছে যুক্তফ্রন্ট। আওয়ামী লীগ এরই মধ্যে জোটের পরিসর বাড়াতে দলটির সঙ্গে দেনদরবার শুরু করেছে।

মঙ্গলবার আওয়ামী লীগের ধানমÐির কাযার্লয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন বিকল্পধারার দুই নেতা মহাসচিব আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী।

সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নিবার্চনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে জোটবদ্ধ হতে পারে বলে ওই বৈঠকে আভাস পাওয়া যায়।

বৈঠক শেষে সাংবাদিকদের মাহী বি. চৌধুরী বলেন, ‘আমরা নিবার্চনে আসছি সেটা শতভাগ নিশ্চিত। আর জোটগত নিবার্চনে আসা অসম্ভব নয়।’

‘এজন্য আমরা আলোচনা কবে হতে পারে সে বিষয়ে কথা বলেছি। তবে আনুষ্ঠানিক আলোচনার আগে এর চেয়ে বেশি খুলে বলা যাবে না।’

এর আগে রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সংসদীয় বোডের্র বৈঠক শেষে ওবায়দুল কাদের মহাজোটের সঙ্গে যুক্তফ্রন্ট যুক্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন।

যুক্তফ্রন্ট কেন মহাজোটে? : এতদিন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিপরীতে অবস্থান নিলেও এখন তাদের সাথেই কেন জোট বঁাধতে চাইছে যুক্তফ্রন্ট?

এ ব্যাপারে মাহী বি. চৌধুরী বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে জানান, ‘আমরা সবসময় বলেছি, আমরা বিরুদ্ধবাদী রাজনীতির বিরুদ্ধে ... বিকল্পধারা তো জন্মের পর থেকে কখনোই বিএনপি বা আওয়ামী লীগ কারো বিরুদ্ধে রাজনীতি করে নাই।’

‘আমরা তো একসময় বিএনপি থেকে

বেরিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। পরে সেই বিএনপির সাথেও তো আমরা এতদিন আলোচনা করেছি যে আমাদের নীতির ওপর ভিত্তি করে বৃহত্তর ঐক্য গঠন করা যায় কি না। সেটা হয়নি। কিন্তু আমরা আমাদের চেষ্টা থেকে সরে যাইনি।’

রাজনীতির গুণগত পরিবতের্ন আওয়ামী লীগসহ মহাজোটে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি।

এছাড়া দেশবিরোধী শক্তিকে রুখে দেয়ার পাশাপাশি গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে এবং গণতন্ত্রবিরোধী সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে মহাজোটের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন বলে মনে করেন মাহী বি. চৌধুরী।

বিবিসিকে তিনি বলেন, ‘সাংবিধানিক এই সরকার যেন হঠাৎ হেঁাচট না খায়, এজন্য আমরা আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় বসেছি।’

তবে এখনও আনুষ্ঠানিক কোনো আলোচনা না হওয়ায় কোনো কিছুই নিশ্চিত নয় উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘মহাজোট সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা নিজেদের দাবি আদায়ে ইতিবাচক মনোভাব নিয়েই এগিয়ে যাচ্ছি। দেশের যে দুটো প্রধান দল তাদের মাঝামাঝি থেকেই দাবি আদায়ের চেষ্টা করেছি আমরা।’

মহাজোট সম্প্রসারণের মধ্য দিয়ে যদি শরিকদের একটি প্ল্যাটফমের্র মধ্যে নিয়ে আসা যায় তাহলে বাংলাদেশের মানুষ এতে উপকৃত হবে বলে তিনি উল্লেখ করেন।

কোন বিষয়ে হবে আলোচনা?

ঐক্যফ্রন্টের সামনে যুক্তফ্রন্ট যে দাবি ও লক্ষ্যগুলো রেখেছিল, এবার সেই একই বিষয়গুলো নিয়ে মহাজোটের সঙ্গে সুনিদির্ষ্টভাবে আলোচনা করার কথা জানান মাহী বি. চৌধুরী।

মহাজোটের সম্প্রসারণের ক্ষেত্রে প্রধান তিনটি বিষয়কে বিবেচনায় রাখার কথা জানান তিনি। সেগুলো হলো: ১. গণতান্ত্রিক প্রক্রিয়াকে অক্ষুণœ রাখা; ২. সাংবিধানিক শাসনব্যবস্থাকে অক্ষুণœ রাখা; ৩. স্বেচ্ছাচারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করা।

এছাড়া আর কী কী বিষয়ে আলোচনা হতে পারে সেগুলো দলীয় বৈঠকে চূড়ান্ত করার কথা জানান তিনি।

তবে মহাজোটের সঙ্গে নিবার্চনে আসার চূড়ান্ত সিদ্ধান্ত হলেই আসন নিয়ে আলোচনা করবে বলে জানিয়েছে যুক্তফ্রন্ট।

জোটবদ্ধ হওয়ার প্রচেষ্টা বিফলে গেলে?

তবে মহাজোটের সঙ্গে এই জোটবদ্ধ হওয়ার বিষয়টি বিফলে যাবেÑ এমনটা এখনই ভাবতে চান না মাহী বি. চৌধুরী।

তিনি বলেন, ‘যখন আমরা কোনো কাজ শুরু করি তখন তো অকৃতকাযর্ হওয়ার মানসিকতা নিয়ে শুরু করি না। আমরা এখন পযর্ন্ত আশাবাদী বলেই মহাজোট গঠনের বিষয়ে আমাদের প্রত্যাশা রয়েছে।’

‘বিএনপির সঙ্গে যখন আমরা জাতীয় ঐক্য প্রক্রিয়া চালাচ্ছিলাম, তখন আমরা পুরো আশাবাদ ব্যক্ত করে আলোচনা চালিয়েছি। ঐক্যফ্রন্ট ভেঙে যেতে পারে, এমন কোনো চিন্তা করিনি। কিন্তু ঐক্যফ্রন্ট ভেঙেছে।’

এক্ষেত্রে রাজনীতির দেখানো পথে চলার কথা জানিয়েছেন মাহী বি. চৌধুরী। তার মতে, ‘পরবতীর্ পদক্ষেপ কী হবে সেটা রাজনীতিই বলে দেবে এবং আমরা সে অনুযায়ী এগিয়ে যাব।’

যুক্তফ্রন্ট এতদিন জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকলেও ১৩ অক্টোবর বি. চৌধুরীকে বাদ দিয়েই জাতীয় ঐক্যফ্রন্ট গঠন হয়। এরপর দল ভেঙে একটি অংশ ঐক্যফ্রন্টে যোগ দেয়।

জাতীয় ঐক্যফ্রন্ট ‘বাংলাদেশ-বিরোধীদের সঙ্গ ত্যাগ না করায় যুক্তফ্রন্ট বেরিয়ে এসেছে’ বলে গণমাধ্যমকে জানায় যুক্তফ্রন্ট। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<22582 and publish = 1 order by id desc limit 3' at line 1