বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শতভাগ সুষ্ঠু নিবার্চন কোথাও হয় না

ইসি কবিতা খানমের মন্তব্য
যাযাদি রিপোটর্
  ১৭ নভেম্বর ২০১৮, ০০:০০
কবিতা খানম

পৃথিবীর কোথাও ‘শতভাগ সুষ্ঠু’ নিবার্চন হয় না মন্তব্য করে নিবার্চন কমিশনার কবিতা খানম বলেছেন, তারা একটি ‘গ্রহণযোগ্য’ নিবার্চন করতে চাইছেন, যা নিয়ে কারও প্রশ্ন থাকবে না।

নিবার্চন কমিশনের ভ‚মিকা নিয়ে বিএনপির সংশয়ের মধ্যেই শুক্রবার রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সহকারী রিটানির্ং অফিসারদের ব্রিফিংয়ে কবিতা খানমের এমন বক্তব্য এলো।

তিনি বলেন, নিবার্চন কমিশনকে জবাবদিহি করতে হয় জনগণের কাছে। সুতরাং এমন কোনো নিবার্চন তারা করতে চান না, যার জন্য জনগণের প্রশ্নের মুখে পড়তে হয়।

কবিতা খানম বলেন, ‘শতভাগ সুষ্ঠু নিবার্চন হবে, সেটা কোনো দেশেই হয় না; আমাদের দেশেও হবে না। সুতরাং আমরা বলতে চাই, একটা গ্রহণযোগ্য নিবার্চন আমরা চাই, যেটা সকল প্রশ্নের ঊধ্বের্ থাকে।’

নিবার্চনের উৎসবের আমেজ যেন কোনোভাবে বৈরী হয়ে না ওঠে সে বিষয়ে সহকারী রিটানির্ং অফিসারদের সতকর্ থাকার তাগিদ দেন এ নিবার্চন কমিশনার।

তিনি বলেন, ‘বাংলাদেশে নিবার্চনের হাওয়া বইছে। এখন থেকে ৩০ ডিসেম্বর পযর্ন্ত এবং নতুন সংসদ গঠন না হওয়া পযর্ন্ত এই হাওয়ার মধ্যেই আমাদের বসবাস। সুতরাং হাওয়াটা যেন কোনোভাবেই বৈরী না হয়-এই নিদের্শনা অবশ্যই আপনাদের প্রতিপালন করতে হবে।’

৩০ ডিসেম্বর ভোটের তারিখ রেখে ঘোষিত তফসিল অনুযায়ী, ২৮ নভেম্বর পযর্ন্ত মনোনয়ন দাখিল করা যাবে। ২ ডিসেম্বর বাছাইয়ের পর প্রাথির্তা প্রত্যাহার করা যাবে ৯ ডিসেম্বর পযর্ন্ত। ১০ ডিসেম্বর প্রতীক পাওয়ার পর আনুষ্ঠানিক প্রচার শুরু করতে পারবেন প্রাথীর্রা।

নিবার্চন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করে আসা বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট ভোটের তারিখ এক মাস পেছানোর দাবি জানিয়েছিল। কিন্তু কমিশন বৃহস্পতিবার তাদের সেই দাবি নাকচ করে দেয়।

গত বুধবার নিবার্চন কমিশনে গিয়ে এ বিষয়ে বৈঠক করার পর ঐক্যফ্রন্টের সবচেয়ে বড় দল বিএনপির মহাসচিব মিজার্ ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘আমি সামগ্রিকভাবে একটা কথা বলি, আমাদের নিবার্চনে থাকা না থাকা নিভর্র করছে নিবার্চন কমিশন ও নিবার্চনকালীন সরকারের আচরণের ওপর।’

আর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবারও অভিযোগ করেন, নিবার্চন কমিশন ক্ষমতাসীন আওয়ামী লীগকে বিশেষ সুবিধা দিচ্ছে।

সহকারী রিটানির্ং অফিসারদের ব্রিফিংয়ে কবিতা খানম বলেন, ‘নিবার্চন কমিশন কখনোই চাইবে না নিবার্চন প্রশ্নবিদ্ধ হোক। আমরা শপথ গ্রহণের পর থেকে প্রতিটা নিবার্চনে মাঠে যাওয়ার চেষ্টা করেছি। ইতোপূবের্ কোনো কমিশন এভাবে সাধারণ নিবার্চনে মাঠ পযাের্য় বিচরণ করেনি।’

নিবার্চনী কমর্কতাের্দর ‘বিচারকের নিরপেক্ষতায়’ দায়িত্ব পালনের তাগিদ দিয়ে সাবেক এই বিচারক বলেন, ‘ইচ্ছাকৃতভাবে বা অনুরাগ-বিরাগের বশবতীর্ হয়ে আপনারা কোনো জাজমেন্ট করবেন না। সবার জন্য সমান আচরণ যেন থাকে, সেদিকে খেয়াল রাখবেন।’

নিবার্চনের সঙ্গে জড়িত সব ধরনের কমর্কতার্-কমর্চারী এবং সংবাদ মাধ্যমের কমীের্দর সঙ্গে সহকারী রিটানির্ং কমর্কতাের্দর ‘সদ্ভাব’ বজায় রাখার পরামশর্ দেন এ নিবার্চন কমিশনার।

তিনি বলেন, ‘আইনের মাধ্যমে একটা নিবার্চন তুলে আনার ক্ষেত্রে সবার সাবির্ক সহযোগিতা প্রয়োজন। শুধু নিবার্চন কমিশন এ কাজ সুষ্ঠুভাবে করবে, এ আশা যারা ব্যক্ত করেন, আমি বলব তারা নিজের ওপর অপির্ত দায়িত্বগুলো ইগনোর করার চেষ্টা করেন।’

কবিতা খানম বলেন, নিবার্চনী দায়িত্বে যারা আছেন, তাদের মিডিয়ায় কথা বলার ক্ষেত্রে ভারসাম্য রাখা দরকার। এমন কিছু বলা উচিত না যা নিবার্চনে বিশৃঙ্খলা ঘটতে পারে।

শুধু নিবার্চন কমিশন নয়, বাংলাদেশের প্রতিটি নাগরিককে তিনি আহ্বান জানান, যেন তারা আচার-আচরণ এবং কথা-বাতার্য় ‘নিবার্চনকে অসুস্থ করে’ এমন বিষয়গুলো থেকে দূরে থাকেন।

সহকারী রিটানির্ং কমর্কতাের্দর হুশিয়ার করে তিনি বলেন, দায়িত্ব পালনে যেন এতটুকু অবহেলা না হয়। একটু সুষ্ঠু নিবার্চন এবং গ্রহণযোগ্য নিবার্চন ?তুলে আনার ক্ষেত্রে আপনারা সৎ থাকবেন। নিবার্চন কমিশনের শপথের মযার্দা রাখার চেষ্টা করবেন। তিন মাসের কমর্কাÐ আপনাদের চাকরি জীবনকে দুবির্ষহ করে তুলতে পারে। সুতরাং আইনের প্রতি শ্রদ্ধা রেখে সৎভাবে আপনারা দায়িত্ব পালন করবেন।

কবিতা খানম বলেন, আইন সঠিকভাবে প্রয়োগ না করার কারণেই বিভিন্ন ক্ষেত্রে বিচ্যুতি ঘটে। কমিশন সেসব ক্ষেত্রে কোনো ছাড় দেবে না।

না জেনে ভুল করবেন না এবং জেনে সতকতার্র সাথে কাজ করবেন। যেহেতু সব দোষ নন্দ ঘোষ, সে কারণে জবাবদিহিতার জায়গাটি আমরা অত্যন্ত শক্ত করতে চাই। কোনো ধরনের বিচ্যুতি বা আইনের ব্যত্যয় ঘটার ক্ষেত্রে নিবার্চন কমিশন জবাবদিহিতার জায়গাটিতে শক্তভাবে প্রতিবাদ করবে। অন্যদের মধ্যে নিবার্চন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ব্রিফিংয়ের উদ্বোধনী পবের্ বক্তব্য দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<22821 and publish = 1 order by id desc limit 3' at line 1