শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইডিয়ালে ভর্তির লটারিতে দুদকের অভিযান

যাযাদি রিপোটর্
  ১২ ডিসেম্বর ২০১৮, ০০:০০
আপডেট  : ১২ ডিসেম্বর ২০১৮, ১০:৪২

রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ২০১৯ শিক্ষাবষের্ প্রথম শ্রেণিতে ভতির্র লটারি চলাকালে অভিযান চালিয়েছে দুনীির্ত দমন কমিশনের (দুদক) এনফোসের্মন্ট ইউনিট। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো এ অভিযান চালায় দুদক। দুদকের হটলাইনে (১০৬) অভিযোগ পেয়ে এনফোসের্মন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক ও মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর নিদেের্শ সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ এবং উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলামসহ দুদকের পুলিশ ইউনিটের সদস্যরা অভিযানে অংশ নেয়। জানা যায়, ২০১৯ শিক্ষাবষের্ রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিনটি শাখায় প্রথম শ্রেণিতে সবের্মাট ৮৪০ শিক্ষাথীর্ ভতির্ করা হবে। এর মধ্যে বালক ও বালিকা পৃথক ক্যাটাগরিতে মতিঝিল ও বনশ্রী শাখায় বাংলা ও ইংরেজি উভয় ভাসের্ন এবং মুগদা শাখায় শুধু বাংলা ভাসের্ন শিক্ষাথীর্ ভতির্ হবে। সোমবার ছয় ক্যাটাগরির লটারি এবং মঙ্গলবার বাকি চার ক্যাটাগরির লটারি অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পযর্ন্ত অনুষ্ঠিত লটারি পযের্বক্ষণ করে দুদক টিম। অভিযানে লটারির ফলাফল বলপেন অমোচনীয় কালি দিয়ে লেখা নিশ্চিত করে, যা আগে পেন্সিলে লেখা হতো। অন্যদিকে বালক ক্যাটাগরিতে নিবাির্চতদের তালিকার পাশাপাশি অপেক্ষমাণ তালিকা প্রকাশ নিশ্চিত করে। দুদক টিমের উপস্থিতিতে লটারি হওয়ায় এলাকাবাসী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন। এদিকে আসন্ন এসএসসি পরীক্ষায় নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষাথীের্দর কাছ থেকে ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে অভিযান চালায় এনফোসের্মন্ট টিম। গত ৫ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মো. ফজলুল বারী ও উপ-সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার এ অভিযান চালায়। অভিযানের প্রেক্ষিতে অতিরিক্ত হিসেবে নেয়া ৮৩ হাজার ৪০০ টাকা সেমাবার শিক্ষাথীের্দর ফেরত দেয়া হয়। দুদকের নিদেের্শ ও মনোহরদীর উপজেলা নিবার্হী অফিসার তারিক হাসানের উপস্থিতিতে এ অথর্ ফেরত দেয়া হয়। এ প্রসঙ্গে এনফোসের্মন্ট অভিযানের সমন্বয়কারী দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘শিক্ষা খাতে সংক্রমিত দুনীির্ত পযার্য়ক্রমে দূর করে সুশাসন প্রতিষ্ঠায় দুদকের নজরদারী ও অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে