শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাম জোট মানুষের স্বাথের্ কাজ করে

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সেলিম
যাযাদি রিপোটর্
  ১৩ ডিসেম্বর ২০১৮, ০০:০০
বুধবার সকালে রাজধানীর পল্টনে মুক্তি ভবনে সংবাদ সম্মেলনে বাম গণতান্ত্রিক জোটের নিবার্চনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বক্তৃতা করেন কমিউনিস্ট পাটির্র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম Ñযাযাদি

বাংলাদেশের কমিউনিস্ট পাটির্র (সিপিবি) সভাপতি ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, নিবার্চনে দুটি পক্ষ রয়েছে। বাম জোট শতকরা ৯৯ ভাগ মানুষের স্বাথের্ কাজ করে। মানুষের স্বাথর্ দেখেই তারা ইশতেহার করেছে।

বুধবার সকালে রাজধানীর পল্টনে মুক্তি ভবনে বাম গণতান্ত্রিক জোট সংবাদ সম্মেলন করে নিজেদের নিবার্চনী ইশতেহার ঘোষণা করে। সেখানে মুজাহিদুল ইসলাম সেলিম এ কথা বলেন। তিনি বলেন, ‘জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে এ ইশতেহার করা হয়েছে। এ নিবার্চনে দুটি পক্ষ। এক ভাগ লুটেরাদের পক্ষে। সে পক্ষে দুটি গোষ্ঠী-‘নৌকা’ ও ‘ধানের শীষ’। ৯৯ ভাগ মানুষের আরেকটি পক্ষ হলো বাম গণতান্ত্রিক জোট। আমরা ৯৯ ভাগের স্বাথের্ আছি।’

বাম জোটের ইশতেহারে ৩২ দফা রয়েছে। জোটের সমন্বয়ক মো. শাহ আলম ইশতেহার পাঠ করেন। তাদের ৩২টি দফা হলোÑমুক্তিযুদ্ধের চেতনায় সংবিধান, রাষ্ট্রীয় ব্যবস্থা ও রাজনীতির সংস্কার সাধন, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকারের ক্ষমতায়ন, নিবার্চনী ব্যবস্থার সংস্কার, বিকল্প অথৈর্নতিক নীতি ও ব্যবস্থা, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করা, দুনীির্তর বিরুদ্ধে জিরো-টলারেন্স, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, মজুরের অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়ন, দেশীয় শিল্পের বিকাশ, শিক্ষার প্রসার ও মানোন্নয়ন, স্বাস্থ্যখাতের মানোন্নয়ন, যুবসমাজকে কাজে লাগানো, নারী অধিকার ও সম্পত্তিতে সম-অধিকার প্রতিষ্ঠা, জাতিসংঘ শিশু অধিকার সনদ বাস্তবায়ন, ধমীর্য় সংখ্যালঘুদের মযার্দা প্রতিষ্ঠা, বিভিন্ন জাতিসত্তার অধিকার প্রতিষ্ঠা, বস্তিবাসী ও হকারদের জীবনমান উন্নয়ন, প্রতিবন্ধীদের সুযোগ সৃষ্টি ও অধিকার রক্ষা, তথ্যপ্রযুক্তিকে সবর্জনীন করা, পরিবেশ রক্ষা, বিকল্প জ্বালানি নীতি, বন্যা সমস্যার প্রতিকার, দুযোর্গ ব্যবস্থাপনার আধুনিকায়ন, সড়ক দুঘর্টনা প্রতিরোধ ও যানজট রোধ, জনসংখ্যাকে সম্পদে পরিণত করা, সাহিত্য-সংস্কৃতির বিকাশ, মাদক ও পনোর্ ছবি নিয়ন্ত্রণ, ক্রীড়া ও বিনোদনের সুযোগ নিশ্চিত করা, গণপ্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা ও তরুণদের সামরিক প্রশিক্ষণ প্রদান এবং স্বাধীন পররাষ্ট্রনীতি।

ইশতেহার ঘোষণা শেষে সিপিবির সভাপতি বলেন, চলতি রাজনীতিতে ‘নৌকা’ ও ‘ধানের শীষের’ নীতি-আদশর্ নেই। তারা এ অবস্থার পরিবতর্ন করতে চান। সমাজতন্ত্রে বিশ্বাসী না হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দাবি করলে তা প্রতারণা হবে বলে উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার অবিচ্ছেদ্য অংশ হচ্ছে সমাজতন্ত্র।

ধমির্ভত্তিক দলগুলোকে বড় রাজনৈতিক দল সঙ্গে নেয়ায় মুজাহিদুল ইসলাম সমালোচনা করে বলেন, বাস্তব অবস্থার অজুহাত দেখিয়ে জামায়াতে ইসলামীকে জোটে নেয়া হয়েছে কিংবা হেফাজতে ইসলামের কাছে আত্মসমপর্ণ করা হয়েছে। দেশকে বিদেশের গোলামে পরিণত করা হয়েছে। ক্ষমতায় এলে বাম জোট দেশকে গোলামি থেকে মুক্ত করবে।

নিবার্চনী প্রচারকাজে বাধা পাওয়ার অভিযোগ জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা সাইফুল হক বলেন, ‘নিবার্চন শেষ পযর্ন্ত করতে পারব কিনা, তা সরকার ও ইসির আচরণের ওপর নিভর্র করবে।’

বাম গণতান্ত্রিক জোট এবার ১৩১টি আসনে ১৪৭ জন প্রাথীর্ দিয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাম জোটের নেতা বজলুর রশীদ ফিরোজ, আবদুস সাত্তার, হামিদুল হক মোশরেফা মিশু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<26846 and publish = 1 order by id desc limit 3' at line 1