শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে স্ত্রী ও দুই সন্তানকে মেরে যুবকের আত্মহত্যা

চঁাদপুর প্রতিনিধি
  ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০
আপডেট  : ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:০৮
কন্যা মিথিলা ফারজানা ও পুত্র সিয়ামের সঙ্গে মাইনুদ্দিন Ñফাইল ছবি

চঁাদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ফাতেমা আক্তারকে (২৫) বিষপান করিয়ে, কন্যা মিথিলা ফারজানা (৫) ও পুত্র সিয়ামকে (১) শ^াসরোধ করে হত্যা করে স্বামী মো. মাইনুদ্দিন (৩০) গলায় ফঁাস দিয়ে আত্মহত্যা করেছেন। চঁাদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করেছে। রোববার গভীর রাতে ওই ইউনিয়নের দেবপুর গ্রামের সরদার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত মাইনুদ্দিন সরদার বাড়ির মিয়াজী সরদারের ছেলে। তিনি চট্টগ্রামে একটি বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতেন। নিহত মাইনুদ্দিনের মা ফিরোজা বেগম জানান, কয়েকদিন আগে মাইনুদ্দিনের স্ত্রীর কানের ধুল হারিয়ে যায়। এ নিয়ে তাদের মধ্যে কলহ দেখা দেয়। এরপরে মাইনুদ্দিন চট্টগ্রামে তার কমর্স্থলে চলে যান। তার স্ত্রীকে তার পিতা এসে মতলব দক্ষিণ উপজেলার করবন্দ গ্রামে পিত্রালয়ে নিয়ে যান। স্ত্রী কেন শ^শুরবাড়িতে চলে গেছে এ নিয়েও মাইনুদ্দিন ও স্ত্রীর সাথে ফোনে কথা কাটাকাটি হয়। মাইনুদ্দিনের বড় ভাই কালাম সরদার জানান, মাইনুদ্দিন শনিবার (১৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন এবং শ^শুরবাড়িতে গিয়ে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন। শ^শুরবাড়িতেও স্ত্রী ও শ^শুর পরিবারের সাথে কথা কাটাকাটি হয় হারিয়ে যাওয়া স্বণের্র গহনা নিয়ে। সোমবার ভোর ৪টার দিকে মাইনুদ্দিনের বড় ভাই জসিম উদ্দিন মালয়েশিয়া প্রবাসী তার মা ফিরোজা বেগমকে ফোন দেন। মাকে বলেন, ‘মাইনুদ্দিন তার ফেসবুকে সে মরে যাবে তার কবর ঠিক করার জন্য এবং স্ত্রী, সন্তানদের ভিডিও করে ফেসবুকে আপলোড দেয়।’ জসিম মা ও ভাইকে তার ঘরে গিয়ে দেখার জন্য বলেন। পরে মা ফিরোজা বেগম ও ভাই কালাম সরদার ঘরে গিয়ে দরজা খুলে প্রথমে দুই শিশুকে লেপের নিচে মৃত পড়ে থাকতে দেখেন এবং মাইনুদ্দিনকে ঘরের আড়ার সাথে ফঁাস দেয়া ঝুলন্ত অবস্থায় দেখেন। তাদের চিৎকারে বাড়ির লোকজন আসে এবং পরে খেঁাজাখুঁজি করে বাড়ির পুকুরে খুঁটির মধ্যে ফাতেমার মরদেহ বঁাধা অবস্থায় দেখেন। ধারণা করা হচ্ছে, ফাতেমাকে বিষপান করিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর চঁাদপুরে পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম ঘটনাস্থল পরিদশর্ন করেছেন। চঁাদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) মো. নাছিম উদ্দিন জানান, মরদেহগুলোর সুরতহাল করা হয়েছে এবং উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চঁাদপুর সরকারি জেনারেল হাসপাতালের মগের্ পাঠানো হয়েছে। এ মুহূতের্ হত্যার কারণ বলা যাচ্ছে না। তদন্ত শেষে ঘটনার রহস্য উদ্ঘাটন হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে