শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নির্বাচন শান্তিপূর্ণ হবে, আশা মার্কিন দূতের

যাযাদি রিপোটর্
  ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০
আপডেট  : ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:০৬

বাংলাদেশে আসন্ন একাদশ জাতীয় নিবার্চন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূণর্ হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আলর্ রবাটর্ মিলার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার গণভবনে সৌজন্য সাক্ষাতে মিলার এ আশার কথা শোনান বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম। গত মাসে দায়িত্ব নিয়ে ঢাকায় আসার পর ১১ ডিসেম্বর প্রধান নিবার্চন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেও একই কথা বলেছিলেন মাকির্ন রাষ্ট্রদূত। সাক্ষাতে আগামী সাধারণ নিবার্চন ছাড়াও রোহিঙ্গা সমস্যা ও পারস্পরিক স্বাথর্সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ইহসানুল করিম। প্রধানমন্ত্রীকে মিলার জানান, আগামী সাধারণ নিবার্চনে যুক্তরাষ্ট্র থেকে ৩২ জন পযের্বক্ষক বাংলাদেশে আসবেন। রোহিঙ্গা সংকট নিয়ে রাষ্ট্রদূত রবাটর্ মিলার বলেন, বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের তাদের নিজ বাসভ‚মে ফেরত পাঠাতে মিয়ানমারের রাখাইনে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বস্ত করেন তিনি। বাংলাদেশের জ্বালানি খাতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে আগ্রহী বলে জানান রবাটর্ মিলার। তিনি বলেন, তার দেশ বাংলাদেশের শিক্ষা খাতকে আরও উৎসাহিত করতে চায়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পকের্র বিষয়ে রবাটর্ মিলার বলেন, দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পকর্ এখন অত্যন্ত শক্তিশালী। সাক্ষাতে প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস ও সংগ্রাম সম্পকের্ নতুন রাষ্ট্রদূতকে অবহিত করে বলেন, গত ৪৭ বছরে বাংলাদেশে একমাত্র তার সরকারের পূণর্ মেয়াদ শেষে ২০০১ সালে শান্তিপূণর্ভাবে ক্ষমতা হস্তান্তর হয়। আগামী সাধারণ নিবার্চনের প্রাক্কালে সহিংস ঘটনার বিষয়ে শেখ হাসিনা বলেন, সম্প্রতি তার দল আওয়ামী লীগের দুই কমীের্ক নিমর্মভাবে হত্যা করা হয়েছে। দলের নেতাকমীের্দর এসব বিষয়ে ধৈযর্ ধরতে নিদের্শ দেয়া হয়েছে বলে রাষ্ট্রদূতকে জানান শেখ হাসিনা। ৩০ ডিসেম্বরের নিবার্চনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারলে আগামী অথর্বছরে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ অজের্ন তার সরকার সক্ষম হবে বলেও মন্তব্য করেন বাংলাদেশের সরকারপ্রধান। বাংলাদেশের অথৈর্নতিক উন্নয়ন বিস্ময়কর: ডাচ দূত বাংলাদেশের অথৈর্নতিক উন্নয়নকে ‘বিস্ময়কর’ বলেছেন ঢাকায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হেন্ড্রিকাস জি জে (হ্যারি) ভারউইজ। সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই মন্তব্য করেন বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। সৌজন্য সাক্ষাতে দুই দেশের সম্পকর্ আরও গতিশীল হচ্ছে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত এবং পারস্পরিক বন্ধুত্বের মধ্যে ‘শক্ত অঙ্গীকার’ থাকার কথাও বলেন। বাংলাদেশ ‘ডেল্টা পরিকল্পনা ২১০০’ নামে দীঘের্ময়াদী একটি উন্নয়ন পরিকল্পনা করেছে, যার মাধ্যমে বন্যা মোকাবেলা, নদীভাঙন রোধ ও নদী শাসন, নদী ব্যবস্থাপনা উন্নত করা, শহর ও গ্রামের পানি সরবরাহ এবং বজ্যর্ ব্যবস্থাপনা উন্নত করার কৌশল নিধার্রণ করা হয়েছে। ডেল্টা পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করছে নেদারল্যান্ডস। বাংলাদেশের এই পরিকল্পনা বাস্তবায়নে নেদারল্যান্ডসের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন নতুন রাষ্ট্রদূত। বাংলাদেশে কৃষিখাতে আরও উন্নয়ন করার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন হ্যারি। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা নেদারল্যান্ডসের রানির একটি চিঠিও নতুন রাষ্ট্রদূত হস্তান্তর করেন বলে জানান প্রেস সচিব। রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধে দেশটির সহায়তার কথা স্মরণ করেন। পানি ব্যবস্থাপনা ও নদীভাঙন রোধে ডাচদের সহায়তাও প্রত্যাশা করেন শেখ হাসিনা। সারাদেশে ১০০টি অথৈর্নতিক অঞ্চল গড়ে তোলার কথা উল্লেখ করে সেখানে ডাচদের বিনিয়োগেরও আহŸান জানান তিনি। সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব নজিবুর রহমান, কাযার্লয় সচিব সাজ্জাদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে