শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আফরোজা আব্বাস ও সালাহউদ্দিনের গণসংযোগে হামলা

যাযাদি রিপোটর্
  ১৯ ডিসেম্বর ২০১৮, ০০:০০
রাজধানীর তিলপাপাড়ায় মঙ্গলবার গণসংযোগকালে বিএনপি প্রাথীর্ আফরোজা আব্বাসের নেতাকমীের্দর ওপর হামলা চালায় সরকারি দলের সমথর্করা Ñযাযাদি

ঢাকা-৯ আসনের বিএনপি প্রাথীর্ আফরোজা আব্বাস ও ঢাকা-৪ আসনের প্রাথীর্ সালাহউদ্দিন আহমদের নিবার্চনী গণসংযোগে হামলা হয়েছে। এতে কমপক্ষে ২০ জন নেতাকমীর্ আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই দুটি হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদশীর্রা জানান, গতকাল সকালে শাহজাহানপুরের বাসা থেকে নেতাকমীের্দর সঙ্গে নিয়ে গণসংযোগে নামেন আফরোজা আব্বাস। বেলা সোয়া ১১টার দিকে খিলগঁাও রেলগেট অতিক্রম করে তিনি তিলপাপাড়ায় পেঁৗছান। এ সময় এলাকার প্রায় ১৫ থেকে ২০ জন যুবক সেখানে গিয়ে নৌকার পক্ষে ¯েøাগান দিতে শুরু করে। আফরোজা আব্বাস বিভিন্ন এলাকা ঘুরে দক্ষিণ গোড়ান এলাকায় পৌঁছলে সেখানে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। প্রথমে আফরোজার গণসংযোগে থাকা নেতাকমীের্দর ওপর পেছন থেকে স্থানীয় কয়েকজন যুবক ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। একপযাের্য় সংঘষর্ বেধে যায়। এ সময় বিএনপির বেশ কয়েকজন নেতাকমীর্ আহত হয়। অন্য দিকে ঢাকা ৪ সংসদীয় আসনের ধানের শীষের প্রাথীর্ আলহাজ সালাহ্উদ্দিন আহমদের গণসংযোগে হামলা হয়েছে। গতকাল রাজধানীর জুরাইনের নতুন রাস্তা এলাকার ঘুণ্টিঘর নামক স্থানে এই হামলা হয়। এ সময় সালাহউ?দ্দিন আহ?ম?দের কমপ?ক্ষে ১০ জন নেতাকমীর্ আহত হ?ন?। প্রত্যক্ষদশীর্রা জানান, বেলা সা?ড়ে ১২টার দি?কে প্রায় অধর্শতা?ধিক নেতাকমীর্ নি?য়ে জুরাইন এলাকায় প্রচারপত্র বি?লি কর?ছি?লেন সালাহউ?দ্দিন আহ?মেদ। এ সময় হঠাৎ ক?রেই লু?ঙ্গিপরা ?কিছু যুবক অতকির্তভা?বে লা?ঠি?সোটা নি?য়ে হামলা চালায়। সালাহউ?দ্দিন আহমে?দের বহ?রের দু?টি গা?ড়ি ভাঙচুর করা হয়। প?রে ঘটনাস্থ?লে পুলিশ গেলে প?রি?স্থি?তি শান্ত হয়। সালাহউদ্দিন আহ?মদ অ?ভি?যোগ ক?রেন, শ্যামপুর থানা আওয়ামী লী?গে?র সাধারণ ও ৫১ নং ওয়াডর্ ক?মিশনার কাজী হা?বিবুর রহমান হাবুর লোকজন এই হামলা চা?লি?য়ে?ছে। হামলায় বিএন?পির অন্তত ১০ জন কমীর্ আহত হয়েছে। এর ম?ধ্যে র?য়ে?ছেনÑ মো. সাগর দেওয়ান ফারহান, হাজী আনোয়ার সরদার, মিজান ভাÐা?রি, মামুন, বিল্লাল হো?সেন, মো রিপন মিয়া, মুন্না, মো. কামরুল হাসান ও মো রা?সেল। জীবনের ঝুঁকি নিয়েই প্রচারণা চালাতে হচ্ছে : শামীম আরা ঢাকা-১১ আসনের ধানের শীষের প্রাথীর্ শামিম আরা বেগম বলেছেন, জীবনের ঝুঁকি নিয়েই প্রচার-প্রচারণা চালাতে হচ্ছে। নেতাকমীের্দর কোনো নিরাপত্তা নেই। প্রাথীর্ হিসেবে আমারও কোনো নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি নিবার্চন কমিশন। ইতোপূবের্ আমার স্বামীকে হত্যার হুমকি দিয়ে বাসায় কাফনের কাপড় পাঠানো হয়েছিল। গতকাল প্রচারণা চালানোর সময় তিনি সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। মুরাদনগরে হামলা অফিস ভাঙচুর কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপি মনোনীত প্রাথীর্ কেএম মুজিবুল হকের নিবার্চনী অফিস ভাঙচুরসহ পৃথক কয়েকটি স্থানে নৌকার সমথর্কদের হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে। এছাড়াও গত দুইদিনে উপজেলার পৃথক কয়েকটি স্থানে একজন সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৫ বিএনপি কমীের্ক কুপিয়ে আহত করা হয়েছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভতির্ করা হয়েছে। বিএনপির প্রাথীর্ কেএম মুজিবুল হক সাংবাদিকদের জানান, মঙ্গলবার উপজেলার টনকী বাজারে নৌকার সমথর্কদের হামলায় বিএনপির ৬/৭ জন নেতাকমীর্ আহত হয়েছে। বাইরা গ্রামে হামলায় বিএনপির ৫ নেতাকমীর্ আহত হয়েছে। এছাড়াও নৌকার সমথর্করা বিএনপির নিবার্চনী অফিস ভাঙচুর করেছে। দাগনভূঞায় হামলা-ভাঙচুর দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি জানান, সোমবার সন্ধ্যায় ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের বিএনপি প্রাথীর্ আকবর হোসেনের ওপর হামলা করেছে দুবৃর্ত্তরা। এ সময় ৫টি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় প্রাথীর্সহ আহত হয়েছে কম পক্ষে ২০জন। প্রাথীর্ অভিযোগ করে সাংবাদিকদের জানান, গতকাল (সোমবার) আমরা সোনাগাজীর চরচান্দীয়া ইউনিয়নের কমির্সভা ও গণসংযোগ শেষ করে দাগনভূঞা ফেরার পথে তাকিয়া বাজার নামক স্থানে পৌঁছলে মহাজোট প্রাথীর্ মাসুদ উদ্দীন চৌধুরীর সমথর্করা ইট পাটকেল ছুঁড়ে আমাদের গাড়ি বহরে হামলা করে। এ সময় হামলাকারীরা ৬টি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় কম পক্ষে ২০ জন আহত হয়। আহতরা হলো প্রাথীর্ আকবর হোসেন, দাগনভূঞা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল হক ছুট্টু, ফেনী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চেয়ারম্যান, ছাত্রদল নেতা হামদ বেগ, আমজাদ হোসেন পারজেল, জহির উদ্দিন বাবর, নিজাম হায়দার, দেলোয়ার হোসনে, শ্রমিকদল নেতা মো. শাহ আলমসহ অন্তত ২০ জন। বেড়ায় আওয়ামী লীগের অফিসে আগুন বেড়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার বেড়া উপজেলার কৈটোলা কাচারি বাজারে আওয়ামী লীগের নিবার্চনী অফিসে গভীর রাতে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত ৩টার দিকে বেড়া উপজেলার কৈটেলা ইউনিয়নের জয়নগর কাচারি বাজারে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নিবার্চনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীতপ্রাথীর্ অ্যাডভোকেট শামসুল হক টুকুর নিবার্চনী প্রচার প্রচারণা চালানোর লক্ষ্যে কৈটোলা কাচারি বাজারে একটি নিবার্চনী অফিস তৈরি করেন। এলাকার আওয়ামী লীগ নেতাকমীর্রা এ নিবার্চনী অফিস থেকে নৌকা মাকার্র নিবার্চন পরিচালনা করে আসছিল। গতকাল মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত ৩টার দিকে বেড়া উপজেলার কৈটেলা ইউনিয়নের জয়নগর কাচারি বাজারে একদল দুবৃর্ত্ত আওয়ামী লীগের নিবার্চনী অফিসে আগুন দিয়ে বোমা নিক্ষেপ করে। এ সময় বাজারে ইউনিয়ন পরিষদ নিমার্ণ কাজের নৈশপ্রহরী মাহাতাব বিশ্বাস (৪০) বোমার শব্দ শুনতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং আগুন নিভানোর চেষ্টা করে। ততক্ষণে আওয়ামী লীগের মনোনীত প্রাথীর্র নিবার্চনী পোস্টার ও অফিসের আংশিক পুড়ে যায়। ধুনটে যুবলীগ নেতার মোটরসাইকেলে আগুন ধুনট (বগুড়া) সংবাদদাতা জানান, একাদশ জাতীয় সংসদ নিবার্চনের দিন যতই ঘনিয়ে আসছে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ততই বাড়ছে নিবার্চনী সহিংসতা। সোমবার ধুনটে নৌকা ও ধানের শীষের নেতাকমীের্দর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে মারধর করে মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বিএনপির নিবার্চনী কাযার্লয় ভাঙচুরের ঘটনার মধ্য দিয়ে সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় ধুনট হুকুমআলী বাসস্ট্যান্ড এলাকা ও রাত ১২টায় মাঠপাড়া এলাকায় পৃথক এসব ঘটনা ঘটে। এদিকে নৌকার সমথর্ক দুই নেতাকে মারধরের ঘটনায় মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন বাদী হয়ে ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ধুনট উপজেলা বিএনপির আহŸায়ক তৌহিদুল আলম মামুন, সদস্য সচিব শরাফত জামান পাশা ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোফিজুর রহমান বাচ্চুসহ এজাহারভুক্ত ৩১ জন এবং অজ্ঞাত আরও ৩০/৪০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। ভোলায় হামলা ভাঙচুর ভোলা প্রতিনিধি জানান, ভোলা-২ আসনের বিএনপি প্রাথীর্ হাফিজ ইব্রাহিমের নেতাকমীের্দর উপর হামলা, মারধর, বাড়িঘর ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভোলা জেলা বিএনপি। গতকাল সোমবার বিকালে ভোলা জেলা বিএনপি কাযার্লয়ে ভোলা-২ আসনের বিএনপি প্রাথীর্ হাফিজ ইব্রহিমের পক্ষে এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন হাফিজ ইব্রাহিমের নিবার্চনী প্রচারণায় বাধা দিয়ে নেতাকমীের্দর মারধর করছে, তাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি নেতাকমীের্দর উপর হামলা হয়েছে; পুলিশ সেই মামলা নিচ্ছে না। অথচ উল্টো বিএনপি নেতাকমীের্দর বিরুদ্ধে মামলা দিচ্ছে। কালাইয়ে বিএনপির নিবার্চনী ক্যাম্প ভাঙচুর কালাই (জয়পুরহাট) সংবাদদাতা জানান, জয়পুরহাটের কালাই পৌরসভার কাথাইল মহল্লায় বিএনপির নিবার্চনী ক্যাম্প ভাঙচুর করে বঁাশের খুটি, পোস্টার ও কাপড় নিকটবতীর্ পুকুরে ফেলে দেয়া হয়েছে। বিএনপির অভিযোগ, সোমবার দিবাগত রাতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকমীর্রা এ কাজ করেছে। তবে আওয়ামী লীগের দাবি, বিএনপির নেতাকমীর্রা নিজেরাই নিজেদের নিবার্চনী ক্যাম্প ভাঙচুর করে আওয়ামী লীগের উপর দোষ চাপাচ্ছে। সরেজমিন পৌরসভার কাথাইল এবং নিকটবতীর্ মূলগ্রাম মহল্লার আব্দুর রহমানের স্ত্রী তহমিনা, ফজলুর রহমানের স্ত্রী সাবেরা ও খলিলুর রহমানের ছেলে মমতাজুর রহমান, ফজলুর রহমানের ছেলে শামীম অজিত বমের্ণর ছেলে পরিমল, মৃত স্বপনের ছেলে বুলেটসহ অনেকেই জানান, একদিন আগেই কাথাইল মোড়ে বিএনপির যে নিবার্চনী ক্যাম্প স্থাপন করা হয়, সকালে তা ভাঙচুর করা অবস্থায় দেখতে পান। মুরাদনগরে সংখ্যালঘু দুইজনকে কুপিয়ে জখম মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির প্রাথীর্র পক্ষে গণসংযোগে অংশ নেয়ায় সংখ্যালঘু স¤প্রদায়ের দুই ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার মুরাদ নগরের পুবর্দইর গ্রামে এ ঘটনা ঘটে। রামকৃষ্ণ সাহা ও রতন কুমার দাস নামে ওই দুই ব্যক্তিকে মারাত্মক আহত অবস্থায় প্রথমে মুরাদনগর সদর হাসপাতাল নেয়া হয়। পরে তাদের কুমিল্লা সদর হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় রামকৃষ্ণ সাহা ও রতন কুমার দাস তাদের বাড়ির পাশে ধানের শীষের গণসংযোগ চলাকালে অন্য অনেকের মতো সেখানে যান। এসময় পূবর্দইর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্ব ৭/৮জন তাদের ওপর অতকির্ত হামলা চালায়। রামদার এলোপাতাড়ি কোপে তাদেরকে যখম করা হয়। হামলাকালীরা চলে গেলে স্থানীয় লোকজন তাদেরকে মুরাদনগর সদর হাসপাতালে নিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে