মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জ থেকে নিখেঁাজ যুবকের লাশ মিলল বরিশালে

যাযাদি ডেস্ক
  ১২ জানুয়ারি ২০১৯, ০০:০০

ঢাকার কেরানীগঞ্জ থেকে নিখেঁাজ হওয়ার সাতদিন পর রাসেল নামে এক যুবকের অধর্গলিত লাশ বরিশালে উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে বরিশাল শহরের চরকাউয়া এলাকার কীতর্নখোলা নদী থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

ওই যুবকের বয়স ৩০-৩৫ হতে পারে। এ ছাড়া মৃতদেহের পরনে থাকা প্যান্টের পকেটে একটি মানিব্যাগ থেকে ২ হাজার ৮৮৪ টাকা, মোবাইল ফোন, দুটি সিমকাডর্, মেমোরি কাডর্ এবং বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বরিশাল সদর নৌপুলিশের ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) বেল্লাল হোসেন সাংবাদিকদের বলেন, সকালে চঁাদমারী খেয়াঘাটের লোকজন লঞ্চঘাটের দিক থেকে মৃতদেহটি ভেসে আসতে দেখে নৌ-থানায় খবর দেয়। পরে তাদের টিম ঘটনাস্থলে গিয়ে কোস্টগাডের্র সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) নুরুল ইসলাম বলেন, মৃতদেহের পকেট থেকে পাওয়া কাগজপত্রের মধ্যে একটি মোবাইল নম্বর পাওয়া যায়। ওই নম্বরে কল করা হলে অপরপ্রান্তে থাকা এক ব্যক্তি মৃতদেহের পরিচয় শনাক্ত করেন।

ভাগ্নে পরিচয় দেয়া ব্যক্তি জানিয়েছেন, উদ্ধার হওয়া মৃতদেহের নাম রাসেল সরদার। তিনি ঢাকার কেরানীগঞ্জের শুক্কুর আলী সরদারের ছেলে। তার শ্বশুরবাড়ি বরিশাল শহরের বেলতলায়। সাতদিন আগে কেরানীগঞ্জের বাসা থেকে বের হন রাসেল। এরপর থেকেই তিনি নিখেঁাজ ছিলেন।

পুলিশ কমর্কতার্ আরও বলেন, অনেকদিন পানিতে থাকায় লাশ পচে গলতে শুরু করে। তাই কিভাবে তার মৃত্যু হয়েছে, তা বলা সম্ভব হচ্ছে না। এ ছাড়া শরীরে আঘাত বা জখমও দেখা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। মৃতদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মগের্ পাঠানো হয়েছে। পাশাপাশি তার স্বজনদের বরিশালে আসার জন্য বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<31737 and publish = 1 order by id desc limit 3' at line 1