logo
মঙ্গলবার ২৫ জুন, ২০১৯, ১১ আষাঢ় ১৪২৬

  ধমর্পাশা (সুনামগঞ্জ) সংবাদদাতা   ১২ জানুয়ারি ২০১৯, ০০:০০  

ধমর্পাশায় উপজেলা নিবার্চনের হাওয়া

একাদশ সংসদ নিবার্চনের আমেজ শেষ হতে না হতেই সুনামগঞ্জের ধমর্পাশায় বইতে শুরু করেছে উপজেলা পরিষদ নিবার্চনের হাওয়া। এ নিবার্চনকে সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে স্থানীয় আওয়ামী লীগ। তবে এ ব্যাপারে এখনো সাড়া নেই বিএনপির।

জানা গেছে, ২০১৪ সালে অনুষ্ঠিত নিবার্চন আওয়ামী লীগ থেকে অংশ নেন শামীম আহমেদ মুরাদ এবং বিএনপি থেকে আব্দুল মোতালিব খান। এছাড়াও আওয়ামী লীগ নেতা শামীম আহমেদ বিলকিসসহ বেশ কয়েকজন বিদ্রোহী প্রাথীর্ ছিলেন। বিএনপির একক প্রাথীর্ বতর্মান উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালিব খানের কাছে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হন শামীম আহমেদ মুরাদ।  

তবে এ নিবার্চনে আওয়ামী লীগের প্রাথীর্ হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, ধমর্পাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস প্রমুখ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে