শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নতুন মন্ত্রীদের কাছে প্রধানমন্ত্রী চাইলেন সততা ও নিষ্ঠা

সৈয়দ আশরাফের স্মৃতিচারণায় আপ্লুত শেখ হাসিনা সংসদে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন
যাযাদি রিপোটর্
  ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর সোমবার সকালে প্রধানমন্ত্রীর কাযার্লয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে বক্তৃতা করেন Ñবাসস

জনগণের আশা-আকাক্সক্ষা পূরণে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নিদের্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকে বসে প্রধানমন্ত্রী এই নিদের্শনা দেন।

প্রধানমন্ত্রীর কাযার্লয়ে সকাল ১০টায় এ বৈঠক শুরু হয়। প্রথম দিনের কাযর্সূচিতে আলোচনার জন্য ছয়টি বিষয় রাখা হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নিবার্চনে বিপুল বিজয়ের পর গত ৭ জানুয়ারি চতুথর্বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রীকে নিয়ে নতুন সরকারের মন্ত্রিসভা সাজিয়েছেন তিনি।

বৈঠকের শুরুতেই শেখ হাসিনা বলেন, ‘জনগণের প্রত্যাশা রয়েছে আমাদের প্রতি, কাজেই সেই প্রত্যাশা পূরণ করা আমাদের একমাত্র লক্ষ্য।

‘দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর যে আকাক্সক্ষা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল, আমাদেরও সেই আকাক্সক্ষা। সেই আকাক্সক্ষা পূরণ করব। একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব।’

মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে আপনারা নিশ্চয়ই পড়েছেন, আমার দাদা তাকে যে কথাটা বলেছিলেন; যে কাজই কর না কেন, সিনসিয়রিটি অব পারপাস অ্যান্ড অনেস্টি অব পারপাস।’

‘আমি মনে করি এই দুটি কথা অত্যন্ত গুরুত্বপূণর্। এই মন্ত্রিপরিষদ এ কথাটি মনে রেখে যে কাজই করবেন, নিষ্ঠার সাথে ও সততার সাথে কাজ করবেন। প্রতিটি কাজ নিষ্ঠার সাথে করতে হবে- এ কথাটি মনে রাখতে হবে। জনগণের প্রতি আমাদের যে দায়িত্ব, কতর্ব্য রয়েছে- সেটা পালন করতেই আমরা এখানে এসেছি।’

শেখ হাসিনা বলেন, ‘সততার শক্তি অপরিসীম, সেটা আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি। তাহলেই আমাদের দেশ এগিয়ে যাবে এবং যে অগ্রযাত্রা আমরা শুরু করেছি সেটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।’

আশরাফের স্মৃতিচারণায়

আপ্লুত প্রধানমন্ত্রী

বৈঠকের শুরুতে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলাম আজ আমাদের মাঝে নেই, এটা অত্যন্ত দুঃখজনক। আশরাফকে ছোটবেলা থেকেই আমি চিনি, কামালের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল। সে ছাত্রলীগ করত। আমাদের মধ্যে একটা পারিবারিক সম্পকের্র মতোই ছিলÑএভাবে স্মৃতিচারণা করার সময় বৈঠকে বেদনায় আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তখন কঁাদো কঁাদো কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ তো একটা পরিবারের মতো। সকলের সঙ্গেই আশরাফের আলাদা একটা যোগাযোগ ছিল। ’৭৫-এর পর ১৯৮০ সালে যখন আমি লন্ডনে যাই, তখন আমাদের একসঙ্গে কাজ করে আওয়ামী লীগ, যুবলীগ ও মহিলা আওয়ামী লীগ সংগঠন করার সুযোগ হয়েছিল। তারপর সে সেখানেই ছিল। রেহানাও ছিল। রেহানার সঙ্গে সব সময় যোগাযোগ রেখেই সে এই হত্যাকাÐের প্রতিবাদে কাজ করত।’

‘এরপর তাকে আমি বাংলাদেশে নিয়ে আসি। বার বার সে নিবার্চনে জয়লাভ করে। এবারও সে অসুস্থ অবস্থায় তার অবতর্মানে কিশোরগঞ্জবাসী তাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে নিবাির্চত করে। কিন্তু দুভার্গ্য আমাদের, যেদিন আমরা শপথ নিলাম, সেদিন সে মৃত্যুবরণ করে। সে শপথ নিতে পারেনি। কিন্তু গ্যাজেটে তার নাম আসে।’

বৈঠকে সাবেক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের জন্য শোক প্রস্তাব উত্থাপন করা হয়। এরপর সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, বৈঠকে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন হয়। এ ছাড়া আরও সাতটি আলোচ্যসূচি ছিল।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নিবার্চনে জয়ের পর শেখ হাসিনার নেতৃত্বে ৭ জানুয়ারি নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী রয়েছেন।

গত ৩ জানুয়ারি ব্যাংকক সময় রাত সাড়ে ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন সৈয়দ আশরাফুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

জাতীয় চার নেতার অন্যতম ও মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফ আওয়ামী লীগের দুদিের্নর কাÐারি হয়ে দলের নেতৃত্ব দিয়েছেন।

টানা দুইবার মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলটির সাধারণ সম্পাদক ছিলেন কিশোরগঞ্জ-১ আসনে পঁাচবারের এই সংসদ সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<33327 and publish = 1 order by id desc limit 3' at line 1