শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিপিএল নিষিদ্ধের দাবি আওয়ামী ওলামা লীগের

যাযাদি রিপোটর্
  ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

ক্রিকেটের জনপ্রিয় আসর বিপিএল চলার মধ্যে তা নিষিদ্ধের দাবি তুলেছে আওয়ামী লীগ সমথর্ক সংগঠন ওলামা লীগ।

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধন কমর্সূচি থেকে সংগঠনটি বাল্যবিয়ে বিরোধ আইন বাতিলের দাবিও জানায়।

বিভিন্ন সময় বিতকির্ত নানা দাবি তুলে সমালোচিত ওলামা লীগ আওয়ামী লীগ সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতি না পেলেও তাদের বিভিন্ন কমর্সূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দেখা যায়।

বিপিএল নিষিদ্ধের দাবি তোলার পক্ষে ওলামা লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ শরিয়তপুরী বলেন, এই ক্রিকেট টুনাের্মন্ট জুয়াখেলার প্রসার ঘটাচ্ছে।

তিনি বলেন, বিপিএলের নামে দেশকে জুয়াড়িদের আস্তানায় পরিণত করা হচ্ছে। প্রতিটি ব্যাটে-বলে এখন জুয়ার বাজি ধরা হচ্ছে। বড় বড় জুয়াড়িদের পাশাপাশি চায়ের দোকানের সাধারণ লোকজনও এখন বিপিএল, আইপিএল তথা ক্রিকেট জুয়ায় মত্ত হয়েছে, যা সম্পূণর্ সংবিধানবিরোধী।

বঙ্গবন্ধু দেশের সংবিধানে মদ ও জুয়া নিষিদ্ধ করেছেন। সেই জুয়াড়ি তৈরির আসর বিপিএল, আইপিএলের মতো খেলাধুলা বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে।

নারী ফুটবল নিয়ে বাফুফের বিরুদ্ধেও কথা বলেন ওলামা লীগের সাধারণ সম্পাদক।

‘নারী ফুটবলারদের বিয়ে নিষিদ্ধ করে লিভ টুগেদারসহ অনৈতিকতাকে উৎসাহিত করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ষড়যন্ত্রকারী হোতাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।’

বাল্যবিয়ের পক্ষে যুক্তি দেখিয়ে আবুল হাসান বলেন, এটা নিষিদ্ধের কারণে দেশে গভর্পাত বেড়ে গেছে।

‘১৮ বছরের নিচের ছেলেমেয়েদের বিয়ে-বহিভ‚র্ত সম্পকের্র ফলে আশঙ্কাজনকহারে বেড়েই চলছে অবৈধ গভর্পাত, ভ্রæণহত্যা ও কুমারি মাতার পরিমাণ।’

ওলামা লীগের সভাপতি মুহম্মদ আখতার হুসাইন বুখারি এক জরিপের তথ্য উদ্ধৃত করে বলেন, ‘২০১৪ সালে বাংলাদেশে ১১ লাখ ৯৪ হাজার অবৈধ গভর্পাত হয়েছে। এই হিসাবে গড়ে দিনে তিন হাজার ২৭১টি গভর্পাত করা হয়েছে।

‘বৈধ ও শরীয়তসম্মত বাল্যবিয়ের বিরুদ্ধে বললেও ১৮ বছরের নিচের টিনেজ ছেলেমেয়েদের লাখ লাখ অবৈধ গভর্পাতকে সমথর্ন করছে বাল্যবিয়ে বিরোধীরা। অথচ বাংলাদেশের পেনাল কোড অনুযায়ী, গভর্পাত অবৈধ।’

বাল্যবিয়ে নিরোধ আইনের জন্য সরকারের সমালোচনা করে আবুল হাসান বলেন, অবিলম্বে এই ‘কুফরি আইন’ প্রত্যাহার করতে হবে। এ নিয়ে এনজিওগুলোর সমালোচনাও করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<33343 and publish = 1 order by id desc limit 3' at line 1