শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় ব্যবস্থা চায় মাকির্ন কংগ্রেস

যাযাদি ডেস্ক
  ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

বাংলাদেশে গণতন্ত্রকে রক্ষার জন্য ট্রাম্প প্রশাসনকে ব্যবস্থা নেয়ার আহŸান জানিয়েছে মাকির্ন কংগ্রেসের ফরেন অ্যাফেয়াসর্ কমিটি।

দেশটির গণতন্ত্রের ‘নেতিবাচক গতি’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে গত ১১ ফেব্রæয়ারি ওই কমিটির সদস্যরা মাকির্ন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও-র কাছে এ বিষয়ে একটি চিঠি লিখেছেন।

সেখানে গত বছরের ৩০ ডিসেম্বরের নিবার্চনে কারচুপির অভিযোগগুলোকে কংগ্রেসের সদস্যরা ‘গণতন্ত্রের জন্য হুমকি’ বলেও অভিহিত করেছেন।

চিঠিতে বলা হয়েছে, ‘বাংলাদেশে গণতন্ত্রের নেতিবাচক গতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। বিশেষ করে ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নিবার্চনের বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে বলে অভিযোগ আছে।’

‘ইন্দো-প্রশান্ত অঞ্চলে গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকার নিশ্চিত করা মাকির্ন স্বাথের্ই জরুরি; এবং বাংলাদেশে নিবার্চনে অনিয়মের যে অভিযোগ আসছে, তা ওইসব স্বাথের্র জন্য বিরাট হুমকি।’

চিঠিতে বাংলাদেশে গণতন্ত্র চচার্র দীঘর্ ঐতিহ্য রয়েছে উল্লেখ করে নিবার্চনের সময় ‘সংঘষর্, গণগ্রেপ্তার এবং বাক্-স্বাধীনতার ওপরে হামলার’ ঘটনায় যুক্তরাষ্ট্র হতাশা প্রকাশ করেছে।

নিবার্চনের ফলাফল তুলে ধরে চিঠিতে আরও বলা হয়েছে, ‘সরকার দ্বারা নিয়োগকৃত নিবার্চন কমিশন সংসদ নিবার্চনকে বৈধ ঘোষণা করলেও আমরা (মাকির্ন কংগ্রেস) বিশ্বাস করি অনিয়মের যেসব অভিযোগ উঠেছে তা গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।’

সংবাদ মাধ্যমের রিপোটের্র বরাত দিয়ে ভোট গ্রহণ শুরুর আগেই কিছু জায়গায় ব্যালট বাক্স পূণর্ দেখতে পাবার ঘটনা, আওয়ামী লীগের ভোটকেন্দ্র দখলসহ বেশ কিছু অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে।

‘এমনকি নিবার্চন পযের্বক্ষণের জন্য বাংলাদেশ সরকার বেশির ভাগ আন্তজাির্তক পযের্বক্ষক, বিশেষ করে যুক্তরাষ্ট্রের অথার্য়ন রয়েছে এমন পযের্বক্ষকদের ভিসা দেয়নি।’

চিঠিতে বলা হয়, এ বছর এশিয়ার আরও কয়েকটি দেশ, যেমন আফগানিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স এবং থাইল্যান্ডে নিবার্চন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

‘ফলে গণতন্ত্রের প্রতি যুক্তরাষ্ট্রের যে আস্থা ও ধারাবাহিক সমথর্ন তা বজায় রাখতে, বাংলাদেশে নিবার্চনে অনিয়মের অভিযোগের সমাধান জরুরি।’

কংগ্রেসের ফরেন অ্যাফেয়াসর্ কমিটির প্রধান, এশিয়া ও প্যাসিফিক সাব কমিটির নেতৃবৃন্দসহ মোট ছয়জন কংগ্রেসম্যান ওই চিঠিতে স্বাক্ষর করেন। বিবিসি বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<36569 and publish = 1 order by id desc limit 3' at line 1