বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা

গাজীপুর প্রতিনিধি/টঙ্গী সংবাদদাতা
  ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০
টঙ্গীর তুরাগ তীরে বিশ্বইজতেমার ময়দানে মঙ্গলবার সকালে লাখ লাখ মুসলিস্নর অংশগ্রহণে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় -ফোকাস বাংলা

দেশের কল্যাণ, দুনিয়া ও আখেরাতের শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের বিশ্ব ইজতেমা।

তাবলিগ জামাতের দিলিস্ন মারকাজের অনুসারীদের অংশগ্রহণে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্যায় শেষে মঙ্গলবার দুপুরে এই আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মানুষ। মোনাজাত পরিচালনা করেন দিলিস্নর মাওলানা শামীম।

এর আগে শনিবার ঢাকার কাকরাইল মসজিদের ইমাম মুহাম্মদ জোবায়ের পরিচালনায় তাবলিগ জামাতের দেওবন্দপন্থিদের ইজতেমা শেষে রোববার সকালে দিলিস্নর মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির অনুসারীদের সম্মিলন শুরু হয়।

দ্বিতীয় পর্যায়ের ইজতেমা সোমবার শেষ হওয়ার কথা থাকলেও বিরূপ আবহাওয়ায় প্রথম দিনের কর্মসূচি বিঘ্নিত হওয়ায় আখেরি মোনাজাত এক দিন পিছিয়ে দেয়া হয়।

আখেরি মোনাজাতে অংশ নিতে মঙ্গলবার ভোর থেকেই দূর দূরান্ত থেকে টঙ্গীতে আসতে শুরু করে মানুষ। যানবাহন না পেয়ে অনেকেই হেঁটে ইজতেমা মাঠে পৌঁছান।

ফজরের নামাজের পর উর্দুতে বয়ান করেন দিলিস্নর হাফেজ ইকবাল নায়ার। বাংলায় তা তরজমা করে শোনান বাংলাদেশের মাওলানা মুফতি ওসামা বিন ওয়াসিফ।

সকাল ১০টার দিকে উর্দু ভাষায় হেদায়েতি বয়ান করেন দিলিস্নর মাওলানা শামীম। বাংলায় তা তরজমা করেন মাওলানা আশরাফ আলী।

মাওলানা শামীম পরে আখেরি মোনাজাত পরিচালনা করেন। আখেরি মোনাজাতের আগেই ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

ময়দানের আশপাশের অলি-গলি, রাস্তা, পাশের বাসাবাড়ি, কল-কারখানা ছাদ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী-ঘোড়াশাল ও কামারপাড়া সড়কে অবস্থান নিয়েও অনেকে মোনাজাতে হাত তোলেন। বেলা পৌনে ১২টায় শুরু হয়ে ১২টা ২ মিনিটে মোনাজাত শেষ হয়।

তাবলিগ জামাতের দুই পক্ষের

কোন্দলে তাবলীগ জামাতের বিশ্ব আমির নিজামউদ্দিন মারকাজের শীর্ষ নেতা মাওলানা সাদ এবার ইজতেমায় আসেননি। তার পক্ষে ৩২ সদস্যের একটি দল দিলিস্ন থেকে এসে ইজতেমায় যোগ দেন। তাদের নেতৃত্ব দেন মাওলানা শামীম।

তাবলিগের এই অংশের মুরুব্বি মাওলানা মো. আশরাফ আলী জানান, ভারত, পাকিস্তান, সৌদি আরব, কাতার, মালয়েশিয়া, ফিলিপিন্স, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইন্দোনেমিয়া, চীনসহ ৩৬টি দেশের সহস্রাধিক মেহমান এবারের ইজতেমায় অংশ নিয়েছেন।

পরবর্তী বিশ্ব ইজতেমার তারিখ

আখেরি মোনাজাত শেষে সাদপন্থিদের তাদের আগামী ইজতেমার তারিখও ঘোষণা করা হয়েছে।

বিশ্ব ইজতেমার মূল কমিটির সদস্য মো. হারুন-অর-রশিদ জানান, তাদের অংশের পরবর্তী ইজতেমা হবে ২০২০ সালের ৩ থেকে ৫ জানুয়ারি।

তার আগে চলতি বছরের ২২ থেকে ২৬ নভেম্বর টঙ্গীর ইজতেমা মাঠেই হবে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা।

দেওবন্দপন্থিদের ২০২০ সালের বিশ্ব ইজতেমা হবে দুই পর্বে। আগামী বছর ১০ থেকে ১২ জানুয়ারি প্রথম দফা এবং ১৭ থেকে ১৯ জানুয়ারি দ্বিতীয় দফার ইজতেমা হবে বলে গত শনিবার আখেরি মোনাজাত শেষে মাইকে ঘোষণা দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<37539 and publish = 1 order by id desc limit 3' at line 1