বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
৯০তম জন্মদিন

আমার মতো নির্যাতিত নেতা এদেশে আর কেউ নেই: এরশাদ

যাযাদি রিপোর্ট
  ২১ মার্চ ২০১৯, ০০:০০

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৯০তম জন্মদিন উপলক্ষে বুধবার দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে এরশাদের স্ত্রী ও দলের কো-চেয়ারম্যান রওশন এরশাদ তার বক্তব্যের শুরুতে বলেন, 'শারীরিকভাবে পলিস্নবন্ধু এরশাদ কিছুটা অসুস্থ আছেন। আমরা সবাই তার জন্য দোয়া করলে তিনি সুস্থ হয়ে উঠবেন।' তখন জাতীয় যুব পার্টির নেতা মাহমুদ আলম বলেন, 'সিএমএইচে এরশাদকে ভুল চিকিৎসা দেয়া হয়েছে।' এ সময় মঞ্চের সামনের সারিতে বসা অন্য নেতারাও একই অভিযোগ করে হট্টগোল শুরু করেন।

এ অবস্থায় নেতাকর্মীদের উদ্দেশে রওশন এরশাদ বলেন, 'তাদের চিকিৎসাব্যবস্থা নিয়ে কথা বলা অন্যায়। আর্মিদের নিয়ে খারাপ কথা বলবেন না। আমি সিএমএইচের ডাক্তারদের জিজ্ঞাসা করেছি, তারা বলেছেন, এখানে ভুল চিকিৎসা দেয়া হয় না। ডাক্তারদের দোষ দেবেন না।'

রওশন এরশাদ আরও বলেন, 'এরশাদকে ভুল চিকিৎসা দেয়া হয়েছে, এটা শুনে সিএমএইচের ডাক্তাররা ক্ষুব্ধ হয়েছেন। তার ভুল চিকিৎসা হয় নাই।' তবে দোয়া মাহফিল শেষে দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের বলেন, 'দেশে নয়, সিঙ্গাপুরে এরশাদের ভুল চিকিৎসা হয়েছে।'

রাজধানীর গুলশান ১-এর ইমানুয়েল কনভেনশন সেন্টারে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানের এই অবস্থার সৃষ্টি হয়। অনুষ্ঠানে এরশাদ আসেন হুইল চেয়ারে করে।

রওশন এরশাদের পরে বক্তব্য দেন এরশাদ। তিনি তার ভুল চিকিৎসার ব্যাপারে কোনো কথা বলেননি। এরশাদ বলেন, 'আমি কিছু কথা বলতে চাই, এটাই হয়তো শেষ বলা। আমার মতো নির্যাতিত, নিপীড়িত নেতা আর একজনও নেই। স্বইচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয়ার পর পাঁচ দিনের মাথায় আমাকে জেলে নেয়া হয়েছে। নানারকম অত্যাচার নির্যাতন করা হয়েছে। অত্যাচার করে মানুষকে কেউ দমাতে পারেনি। মনে জোর ছিল বলে টিকে আছি। কেউ আমাকে দমাতে পারেনি।'

মঞ্জুর হত্যা মামলার প্রসঙ্গে এরশাদ বলেন, 'এ মামলার রায় একাধিকবার লেখা হয়েছে। ঘোষণাও করা হবে বলে জানানো হয়। কিন্তু রায় ঘোষণার আগে কানে কানে বলে, রায় ঘোষণা করা যাবে না। নতুন করে সাক্ষ্য-প্রমাণ নিয়েছে। এভাবে নির্যাতন সহ্য করেছি। এখনও অত্যাচার সহ্য করে যাচ্ছি।'

নিজের অসুস্থতার কথা উলেস্নখ করে এরশাদ বলেন, 'আমার শেষ কথা জাতীয় পার্টিকে শক্তিশালী করো তোমরা। দলকে আগামীতে ক্ষমতায় আনতে হবে।'

এরপর হুইল চেয়ারে করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন এরশাদ। তার সঙ্গে যান রওশন এরশাদ ও জিএম কাদের।

অনুষ্ঠানের শেষে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের বলেন, 'দেশে বা সিএমএইচে কোথাও এরশাদের ভুল চিকিৎসা হয় নাই। তিনি এখনও অসুস্থ বোধ করলে রাতে ১২টা বাজলেও সিএমএইচে চিকিৎসা নিতে যান।'

তিনি বলেন, 'সিঙ্গাপুর এরশাদের ভুল চিকিৎসা হয়েছে। সেখানে তার বাইপাস সার্জারি ভুল হয়েছে। তারপর তারা সেটা বুঝতে পেরে ওষুধ পরিবর্তন করে দেন। এখন তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন।'

এরশাদের জন্মদিনের এ অনুষ্ঠানে দলটির সব পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলের পক্ষ থেকে বড় একটি কেক কেটে তার জন্মদিন উদযাপন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<41974 and publish = 1 order by id desc limit 3' at line 1