শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শবেবরাত কবে চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ এপ্রিল

যাযাদি রিপোর্ট
  ১৪ এপ্রিল ২০১৯, ০০:০০

শাবান মাসের চাঁদ দেখা নিয়ে বিতর্কের অবসান ঘটাতে ১০ সদস্যের সাব-কমিটি গঠন করেছে সরকার। এ কমিটি শবেবরাতের আগে আগামী ১৭ এপ্রিলের মধ্যে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

শনিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুলস্নাহ।

প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, 'বিষয়টা যেহেতু ধর্মীয়, যারা আমাদের দেশে সব চাইতে জ্ঞানবান আলেম, তাদের ওপর দায়িত্বটা দেওয়া হয়েছে। তারাই সিদ্ধান্ত নেবেন।'

কমিটির প্রধান হিসেবে রয়েছেন বিশিষ্ট আলেম রাজধানীর মিরপুরের মারকাজুদ দাওয়ার মহাপরিচালক মাওলানা মুফতি আব্দুল মালেক। দেশের সব চেয়ে বড় ঈদ জামাত শোলাকিয়ার ইমাম আলস্নামা ফরিদ উদ্দীন মাসউদ এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র ইমাম মিজানুর রহমানও রয়েছেন কমিটিতে। আরও রয়েছেন, বিশিষ্ট আলেম আব্দুল কুদ্দুস, রুহুল আমিন, মিজুনুর রহমান, মাওলানা দিলাওয়ার, আব্দুর রাজ্জাক, মো. ফয়জুলস্নাহ, ইয়াহ ইয়া।

গত ৬ এপ্রিল জাতীয় চাঁদ দেখা কমিটি সভা করে জানিয়েছিল, ওই দিন দেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৮ এপ্রিল থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং ২১ এপ্রিল দিনগত রাতে পবিত্র লায়লাতুল বরাত পালিত হবে।

তবে 'মজলিসু রুইয়াতিল হিলাল' নামে একটি সংগঠনের দাবি, সেদিন খাগড়াছড়িতে চাঁদ দেখা গেছে। তাদের দাবি অনুযায়ী, ২০ এপ্রিল দিবাগত রাতে পবিত্র লায়লাতুল বরাত পালিত হওয়ার কথা। এ নিয়ে বিতর্ক এড়াতেই জরুরি বৈঠক ডাকে সরকার।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, 'বৈঠকে উভয়পক্ষের আলোচনা হয়েছে।

আলোচনাটা একপর্যায়ে বাকবিতন্ডার মধ্যে গেছে। আমি সবাইকে বলেছি এটা (২১ এপ্রিল বরাত) কোনো সরকারি সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করব না। আমাদের সরকার, আমাদের একটা ঘোষণা আছে- কোরআন এবং হাদিসের বাইরে এই সরকার কোনো সিদ্ধান্ত নেবে না। চাঁদ দেখার বিষয়টা একটা ধর্মীয় ব্যাপার, এ ব্যাপারেও আমরা চাপিয়ে দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত নেইনি এবং নেব না।'

ওই দিনের বৈঠকে সভাপতিত্ব করে সাংবাদিকদের ব্রিফ করেছিলেন প্রতিমন্ত্রী। সেদিনের সিদ্ধান্তের ঘোষণা পাঠ করে শোনানোর প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, 'আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের চাঁদ দেখা কমিটি ৬৪ জেলায় আছে, কেন্দ্রে আছে। তাদের সবার সম্মতির ওপরে সবাই যেটি বলেছি সেটা পড়ে শুনিয়েছি।'

সাব-কমিটির সিদ্ধান্ত সবার কাছে গ্রহণযোগ্য হবে কি হবে না- প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, 'এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সবার মতে একটা সাব-কমিটি গঠন করে দিয়েছে। এ বিষয়ে তারা যে সিদ্ধান্ত দেবে তা আমরা গ্রহণ করব।'

'এই সাব-কমিটিকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সর্বময় ক্ষমতা চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে অর্পণ করলাম। ওনারা সবার সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত জানাবেন। কোরআন এবং সুন্নত মোতাবেক যেভাবে সিদ্ধান্ত নিলে সহজ হয়- এই কাজটা করার জন্য আমরা ক্ষমতা অর্পণ করেছি।'

বাকবিতন্ডা কী নিয়ে- প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, 'কেউ কেউ দাবি করেছে যে আমরা চাঁদ দেখেছি, এটা নিয়ে।'

যারা চাঁদ দেখেছে তাদের প্রতিনিধিও কমিটিতে রয়েছে বলে দাবি করেছেন প্রতিমন্ত্রী।

২১ এপ্রিল শবে বরাতের তারিখ নির্ধারণের পর চলমান এইচএসসির পাঁচ দিনের পরীক্ষার সূচি বদল করে দেয়া হয়েছে।

ধর্ম সচিব মো. আনিছুর রহমান ছাড়াও ইসলামিক ফাউন্ডেশন এবং সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<45449 and publish = 1 order by id desc limit 3' at line 1