মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে অপহরণ!

যাযাদি ডেস্ক
  ১৬ এপ্রিল ২০১৯, ০০:০০
মাইকেল চাকমা

পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের (প্রসিত) শীর্ষনেতা মাইকেল চাকমা অপহৃত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা, শ্রমজীবী ফ্রন্টের (ইউডবিস্নউডিএফ) সভাপতি সচিব চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিপুল চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা এ অভিযোগ করেন।

প্রেস বিবৃতিতে অভিযোগ করা হয়, সাংগঠনিক কাজ শেষে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর থেকেই ইউপিডিএফের অন্যতম সংগঠক মাইকেল চাকমা 'নিখোঁজ' রয়েছেন। এরপর থেকে তার কোনো 'হদিস পাওয়া যাচ্ছে না'। ইউপিডিএফ সমর্থিত চার সংগঠন মাইকেল চাকমাকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া যায়।

সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতারা অভিযোগ করেন, 'পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব বৈসাবি (বৈসুক-সাংগ্রাই-বিঝু) ও রানা পস্নাজা ধ্বংসযজ্ঞের বার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণের জন্য মাইকেল চাকমা শ্রমিক এলাকায় সাংগঠনিক সফরে যান। কাঁচপুর এলাকায় সাংগঠনিক কাজ শেষে গত ৯ এপ্রিল বিকালে ঢাকায় কর্মসূচি বাস্তবায়ন পর্যালোচনা সভায় যোগদানের জন্য রওনা হন। এরপর থেকে তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তাকে নিয়ে তার পরিবার ও সংগঠনের নেতাকর্মীরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।'

গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা মোবাইল ফোনে জানান, ৯ এপ্রিল থেকে মাইকেল চাকমা নিখোঁজ রয়েছেন।

প্রসঙ্গত, মাইকেল চাকমা পাহাড়ে প্রসিত খীসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অন্যতম সংগঠক ও শ্রমজীবী ফ্রন্টের (ইউডবিস্নউডিএফ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<45536 and publish = 1 order by id desc limit 3' at line 1