মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাড়তি দামে বিক্রি হচ্ছে গুঁড়া দুধ

যাযাদি রিপোর্ট
  ১৫ জুন ২০১৯, ০০:০০

আসছে অর্থবছরের বাজেট প্রস্তাবের পরদিন রাজধানীতে গুঁড়া দুধের দাম কেজিতে অন্তত ১০ টাকা বেড়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বাজার ঘুরে মিরপুর, কারওয়ান বাজার ও মহাখালীর কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাজেটে আমদানি শুল্ক ও ভ্যাট বাড়ানোর প্রস্তাব করায় যেসব পণ্যের দাম বাড়তে পারে তার মধ্যে রয়েছে- প্যাকেটজাত তরল দুধ, গুঁড়া দুধ, চিনি, গস্নুকোজ, মধু, অলিভ অয়েল, প্রক্রিয়াজাত মিক্সড খাদ্য, পস্নাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈজসপত্র, সয়াবিন তেল, পাম অয়েল, সানফ্লাওয়ার তেল ও সরিষার তেল।

তবে অন্য পণ্যগুলোর মধ্যে ভোজ্য তেল ও চিনি আগের দামেই বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের দোকানি শাহাদাত হোসেন বলেন, 'চিনি, সয়াবিন তেলসহ অন্যান্য পণ্য আগের দামেই বিক্রি হচ্ছে। বাজারে বাজেটের তেমন নেতিবাচক প্রভাব পড়েনি।

'তবে বাজেট ঘোষণার আগে থেকেই মার্কস, ফ্রেশ, ডিপেস্নামাসহ অন্যান্য গুঁড়ো দুধের দাম কেজিতে ১০ টাকা থেকে ১৫ টাকা করে বেড়েছে। মার্কসের এককেজির প্যাকেট ৪৬০ টাকা, ফ্রেশের ৪৫০ টাকা এবং ডিপেস্নামার এককেজির প্যাকেট ৫৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।'

খোলা চিনির কেজি ৫৫ টাকা এবং প্যাকেটজাত চিনি প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ৯৫ টাকায় বিক্রি হচ্ছে।

মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বলেন, 'অন্য বছরগুলোতে বাজেট ঘোষণার পর পরই বাজার যেমন অস্থির হয়ে ওঠে, পণ্যের কৃত্রিম সংকট দেখা দেয়, এবার তেমনটি হয়নি। বাজারে যে প্রভাব পড়েছে তা যৎসামান্যই।'

অন্য পণ্যগুলোর মধ্যে বাজারে পেঁয়াজ, আদা ও রসুনের দাম কিছুটা বেড়েছে। দেশি পেঁয়াজ কেজিতে ৫ টাকা বেড়ে ৩০ টাকা, রসুন ১০ টাকা বেড়ে ১৩০ টাকা, আদা ২০ টাকা বেড়ে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে এখন মিনিকেট চাল মানভেদে ৪২ টাকা থেকে ৪৪ টাকা। বিআর ২৮ চাল প্রতি কেজি ৩৪ টাকা থেকে ৩৫ টাকা। সুগন্ধি চাল প্রতি কেজি একশ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<53687 and publish = 1 order by id desc limit 3' at line 1