logo
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১২ ফাল্গুন ১৪২৬

  যাযাদি ডেস্ক   ২৫ আগস্ট ২০১৯, ০০:০০  

ফরিদপুরেই নিহত ১১ জন

সড়কে মৃত্যুর মিছিলে আরও ১৬ প্রাণ

ফরিদপুরে ধুলদিতে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ে ৮ যাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া নগরকান্দায় অটোরিকশায় বাসের ধাক্কায় মারা গেছেন মা-ছেলেসহ তিনজন

সড়কে মৃত্যুর মিছিলে  আরও ১৬ প্রাণ
ফরিদপুরের ধুলদি এলাকায় শনিবার ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায় -যাযাদি

সড়কে বাড়ছেই মৃতু্যর মিছিল। প্রতিনিয়ত ঘটছে প্রাণহানির ঘটনা। শনিবারও দেশের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬ ব্যক্তি। এর মধ্যে ফরিদপুরে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে পড়ে ৮ জনসহ ১১ জন এবং বগুড়া, ঠাকুরগাঁ, নারায়ণগঞ্জ, পাবনা ও ময়মনসিংহে ১ জন করে নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতা প্রেরিত প্রতিবেদন : ফরিদপুর: ফরিদপুরে ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৬ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হন কমপক্ষে ২০ যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে আরও দুইজন মারা যান। ঢাকা-ফরিদপুর মহাসড়কের ধুলদি এলাকায় শনিবার দুপুর আড়াইটার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কমফোর্ট লাইনের একটি বাস এ দুর্ঘটনার কবলে পড়ে। ফরিদপুর কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে গোপালগঞ্জের পাটকাটিগামী যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা খেয়ে কুমার নদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৬ যাত্রী, আহত হন কমপক্ষে আরও ২০ যাত্রী। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে দুঘটনার খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও হাইওয়ে থানা পুলিশ, কোতোয়ালী থানা পুলিশসহ স্থানীয় এলাকাবাসী উদ্ধারকাজে অংশ নেন। ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক শওকত আলী জোদ্দার জানান, আহতদের ফরিদপুর মেডিকেলে নেয়া হলে সেখানে আরও দুই ব্যক্তি নিহত হন। ফরিদপুর অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, কমফোর্ট পরিবহনের বাসটির গতি বেশি থাকায় ব্রিজের উঠার পর একটি মোটরসাইকেলকে পাশ কাটানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নিচে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, হাবিবুর রহমান ও ফারুক হোসেন। তাদের বাড়ি গোপালগঞ্জে। দুর্ঘটনায় নিহতদের পাঁচজন পুরুষ ও তিনজন নারী। অন্যদিকে, ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দার তালমা নামক এলাকায় অটোরিকশায় বাসের ধাক্কায় মারা গেছেন অটোরিকশাযাত্রী মা-ছেলেসহ তিনজন। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ফরিদপুরের নগরকান্দার তালমায় বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- রেশমা বেগম (৩০) ও তার ছেলে রাজু (১০) এবং আবুল সিকদার নামের আরও এক পথচারী। পুলিশ জানায়, ফরিদপুর মিনিবাস মালিক সমিতির একটি যাত্রীবাহী লোকাল বাস পেছন থেকে একটি অটোরিকশাকে ধাক্কা দিলে রিকশার যাত্রী রেশমা বেগম (৩০) ও তার ছেলে রাজু (১০) ঘটনাস্থলেই মারা যান। এ সময় আবুল সিকদার নামের এক পথচারী আহত হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃতু্য হয়। বগুড়া : বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়ার শিরগঞ্জ উপজেলার রহবল এলাকায় শনিবার সকালে যাত্রীবাহী বাস উল্টে আব্দুল আজিজ (৩৬) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। তিনি সেনাবাহিনীর সার্জেন্ট পদে কর্মরত ছিলেন বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আরও ৫-৬ জন আহত হন। হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে লক্ষ্ণীপুর থেকে শৌখিন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস রংপুর যাচ্ছিল। পথে রহবল এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী সার্জেন্ট আজিজ মারা যান। তার কর্মস্থল বান্দরবন বলে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের আওতাধীন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি জানিয়েছেন। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন। ঘটনার পরপরই পুলিশ দুর্ঘটনাস্থলে যায়। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। ঠাকুরগাঁও: দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকের সদর উপজেলার দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে জগন্নাথপুর বি-আখড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী নৈশকোচ তাজ পরিবহন সদর উপজেলার বি-আখড়া প্রাথমিক বিদ্যালয়ের (বন বিভাগ কার্যালয়) সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে ১৫ জন আহত হন। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কোচের হেলপার ইউসুফ (৩৮) মারা যান। ইউসুফের বাড়ি চাঁদপুর বলে জানা গেছে। ওসি আশিকুর রহমান জানান, আহত ১৪ জনের মধ্যে ১০ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নসিমনের ধাক্কায় আজগর হোসেন (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। নিহত আজগর হোসেন মাহমুদপুর ইউনিয়নের সালমদী গ্রামের ওসমানের ছেলে। পুলিশ জানায়, শনিবার সকাল ৯টার দিকে রিকশাচালক আজগর হোসেন সামদী থেকে যাত্রী নিয়ে আড়াইহাজারে রওনা হন। রিকশাটি আড়াইহাজার-গোপালদী সড়কে উঠার সময় দ্রম্নতগামী একটি নসিমন রিকশাটিকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয় এবং নসিমন চালক পালিয়ে যায়। স্থানীয় লোকজন রিকশাচালক আজগর হোসেনকে উদ্বার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডা. তাকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ধামশুর কনজিউমার মিলের সামনে শনিবার সকালে রাস্তা পার হতে গিয়ে হৃদয় (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই স্থান দিয়ে রাস্তা পার হতে গিয়ে ময়মনসিংহগামী একটি বাস চাপা দিলে গাইবান্ধা জেলার সাঘাটা থানার দক্ষিণ উলস্নাহ গ্রামের ইন্তাজ আলীর পুত্র হৃদয় ঘটনাস্থলেই মারা যায়। পাবনা: পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশাভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই যাত্রী। শনিবার দুপুরে উপজেলার ছলিমপুর ইউনিয়নের মুন্নার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, যাত্রীবাহী বাসটি দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের মুন্নার এলাকায় পৌঁছালে পেছন থেকে ব্যাটারিচালিত রিকশাভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানটি উল্টে যায়। এ ঘটনায় একজন নিহত ও অপর ২ যাত্রী আহত হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার চরমিরকামারি দাইড় পাড়া গ্রামের ননেশ ফকিরের ছেলে ইমন (২০)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে