বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রীতি-রেকর্ড ভেঙে বুকার জিতলেন দুই নারী লেখক

নতুনধারা
  ১৬ অক্টোবর ২০১৯, ০০:০০
বার্নার্ডাইন এভারিস্টো ও মার্গারেট অ্যাটউড

যাযাদি ডেস্ক

বহু বছরের নিয়ম আর রেকর্ড ভেঙে এ বছর বুকার পুরস্কার জিতেছেন দুই নারী। তারা হলেন কানাডিয়ান লেখক মার্গারেট অ্যাটউড ও ব্রিটিশ লেখক বার্নার্ডাইন এভারিস্টো।

সোমবার বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন এ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে কর্তৃপক্ষ।

মার্গারেট 'এ হ্যান্ডমেইডস টেল'-এর সিকু্যয়েল 'দ্য টেস্টামেন্টস' ও এভারিস্টো তার 'গার্ল, ওম্যান, আদার'-এর জন্য এ পুরস্কার জিতেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানায়, ছয়জনের সংক্ষিপ্ত তালিকা থেকে এ বছর বিজয়ী হিসেবে দুইজনের নাম বেছে নেয় বুকার কর্তৃপক্ষ।

বুকারের ইতিহাসে এটি মাত্র তৃতীয়বার যৌথভাবে পুরস্কার জেতার ঘটনা। ১৯৯৩ সালে নিয়ম করা হয়েছিল, এই পুরস্কার আর কখনোই ভাগাভাগি করে দেওয়া হবে না। কিন্তু এ বছর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে গিয়ে বেশ বেকায়দায় পড়েন বিচারকরা।

বুকার প্রাইজ ফাউন্ডেশনের সাহিত্য বিষয়ক পরিচালক গ্যাবি উড বলেন, বুকারের বিচারকরা টানা পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে সংক্ষিপ্ত তালিকায় থাকা জনপ্রিয় বইগুলো নিয়ে আলাপ-আলোচনা করে বুঝতে পারেন, এর মধ্য থেকে একজন বিজয়ী বের করা অসম্ভব।

বুকার পুরস্কারের ওয়েবসাইটের তথ্যমতে, এর আগে মাত্র দুই বার বুকার পুরস্কার ভাগাভাগির ঘটনা

পৃষ্ঠা ২ কলাম ৫

ঘটেছে। ১৯৭৪ সালে নাদিন গোরডাইমার ও স্ট্যানলি মিডলটন এবং ১৯৯২ সালে মাইকেল ওন্দাজে ও ব্যারি আন্সওর্থ যৌথভাবে এ পুরস্কার জেতেন।

শুধু প্রথা ভেঙে যৌথভাবে পুরস্কার জেতাই নয়, এককভাবেও রেকর্ড গড়েছেন এবারের বিজয়ীরা। এটি মার্গারেট অ্যাটউডের দ্বিতীয়বার বুকার জয়। এছাড়া ৭৯ বছর বয়সে এ পুরস্কার জেতায় তিনি হচ্ছেন সবচেয়ে বেশি বয়সী বুকারজয়ী।

আর বার্নার্ডাইন এভারিস্টো হচ্ছেন বুকারজয়ী প্রথম কৃষ্ণাঙ্গ নারী।

দুই বিজয়ী পুরস্কারের ৫০ হাজার পাউন্ড (৫৩ লাখ ৬৪ হাজার টাকা প্রায়) ভাগাভাগি করে নেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<71345 and publish = 1 order by id desc limit 3' at line 1