শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

'সম্মান না পাওয়ায়' হট্টগোল বাধালেন হাজি সেলিম

যাযাদি রিপোর্ট
  ১৭ নভেম্বর ২০১৯, ০০:০০
ঢাকা-৭ আসনের সাংসদ হাজি মোহাম্মদ সেলিম শনিবার ডিএসসিসির উন্নয়নমূলক একটি অনুষ্ঠান মঞ্চে এলইডি স্ক্রিনে তার ছবি ও নাম না দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন -পিবিএ

পুরান ঢাকার লালবাগের শহীদ হাজি আবদুল আলীম মাঠের সংস্কারকাজ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। শনিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা ছিল। সে হিসেবে ২৬ নম্বর ওয়ার্ড থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। মাঠের ভেতরে বড় মঞ্চ নির্মাণ করা হয়েছিল। পেছনে এলইডি স্ক্রিন বসানো হয়েছিল। প্রজেক্টরের ব্যবস্থাও ছিল।

বিকাল তিনটায় ঢাকা-৭ আসনের সাংসদ হাজি মোহাম্মদ সেলিম মাঠের ভেতরে প্রবেশ করে মঞ্চে এলইডি স্ক্রিনে তার ছবি ও নাম না দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি নিজেই মঞ্চে উঠে মাইক ফেলে দেন। বিভিন্ন বৈদু্যতিক সরঞ্জামের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

পরে অনুষ্ঠানে আসা ব্যক্তিরা তার এই আচরণের কারণ জানতে চাইলে হাজি সেলিমের অনুসারীরা বলেন, এই এলাকার সাংসদ হিসেবে হাজি সেলিমকে যথাযথ সম্মান দেওয়া হয়নি। এ অনুষ্ঠান বন্ধ থাকবে। যথাযথ সম্মান না দেওয়ার পেছনে ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমানকে দায়ী করেন হাজি সেলিমের অনুসারীরা। একপর্যায়ে তারা হাসিবুরের দিকে তেড়ে আসেন, তার গায়ে হাত তোলেন। সিটি করপোরেশনের কয়েকজন কর্মকর্তাকেও তারা ধাক্কা দেন। এতে ব্যাপক হট্টগোল সৃষ্টি হয়। কাউন্সিলর হাসিবুরের অনুসারীরা তার পক্ষে স্স্নোগান দেন। হাজি সেলিমের অনুসারীরা তাদের নেতার পক্ষে স্স্নোগান দেন। তিনটা থেকে শুরু হওয়া এই উত্তেজনা চলে আধা ঘণ্টা। এরপর হাজি সেলিমের পক্ষে এক ব্যক্তি মাইকে ঘোষণা দেন যেহেতু ঢাকা-৭ আসনের সাংসদকে যথাযথ সম্মান দেওয়া হয়নি, তাই এলাকাবাসীর পক্ষ থেকে এই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হলো।

এই ঘোষণার ১০ মিনিট পরে আবারও মাইকে ঘোষণা দেওয়া হয়, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন হাজি সেলিমের সঙ্গে কথা বলেছেন। একজন স্থানীয় সাংসদ হিসেবে হাজি সেলিমের যে সম্মান প্রাপ্য, সেই সম্মান তাকে দেওয়া হবে- এ রকম আশ্বাসের ভিত্তিতে অনুষ্ঠান শুরু হবে বলে ঘোষণা দেওয়া হয়।

এরপর কাউন্সিলর মাইকে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেওয়া শুরু করলে মঞ্চের সামনে বসে থাকা হাজি সেলিম আবারও তার দিকে তেড়ে আসেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আবারও হট্টগোল বাধে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিকাল তিনটা থেকে শুরু হওয়া এই পরিস্থিতি বিকেল চারটায় মেয়র সাঈদ খোকন এলে শান্ত হয়। মেয়র পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মাঠের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বাহিনী মোতায়েন করা হয়েছে।

'জল সবুজে ঢাকা' প্রকল্পের আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন লালবাগের শহীদ হাজি আবদুল আলীম খেলার মাঠের সংস্কারকাজ করা হয়েছে। প্রায় ৭৫ কাঠা আয়তনের এই মাঠ সংস্কারে ৮ কোটি ১০ লাখ টাকা খরচ হয়েছে। এই মাঠে ফুটবল, ক্রিকেট খেলার ব্যবস্থা রাখা হয়েছে। এলাকাবাসীর জন্য মাঠের চারপাশে হাঁটার পথ তৈরি করা হয়েছে। শিশুদের বিনোদনের জন্য পৃথক ব্যবস্থা, জিমনেসিয়াম, পাবলিক টয়লেট, ক্যাফেটেরিয়া, কফি শপসহ নানা ধরনের বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<75896 and publish = 1 order by id desc limit 3' at line 1