শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০' এর জন্য ১৯১ আবেদন

যাযাদি রিপোর্ট
  ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০'-এর জন্য সাত ক্যাটাগরিতে মোট ১৯১টি আবেদন জমা পড়েছে। এর মধ্য বৃহৎ শিল্পে ৭১টি, মাঝারি শিল্পে ৪৭টি, ক্ষুদ্র শিল্পে ২৫টি, মাইক্রো শিল্পে ২১টি, হাইটেক শিল্পে ৬টি, কুটির শিল্পে ৮টি এবং হস্ত ও কারু শিল্পে ১৩টি আবেদন এসেছে। সাত ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ীদের মাঝে মোট ২১টি পুরস্কার প্রদান করা হবে।

সোমবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত এক সভায় এ তথ্য জানানো হয়। শিল্প সচিব মো. আবদুল হালিম এতে সভাপতিত্ব করেন। সভায় পুরস্কার প্রদানের সার্বিক প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।

সভায় শিল্প সচিব আবেদনকারী প্রতিষ্ঠানগুলো থেকে চূড়ান্তভাবে বিজয়ীদের মনোনীত করতে বিভিন্ন সংস্থা হতে প্রয়োজনীয় ছাড়পত্র সংগ্রহসহ এ সংক্রান্ত অন্যান্য কার্যক্রম দ্রম্নত শেষ করার নির্দেশ দেন।

উলেস্নখ্য, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচিতে অন্তর্ভুক্ত কার্যক্রম হিসেবে 'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার' প্রবর্তন করেছে শিল্প মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<89095 and publish = 1 order by id desc limit 3' at line 1