বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কারাগারে প্রতি তিনজনে একজন মাদকের আসামি

যাযাদি রিপোর্ট
  ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

দেশের কারাগারগুলোতে থাকা ৮৮ হাজার বন্দির এক-তৃতীয়াংশই মাদক মামলার আসামি। সংশ্লিষ্টরা বলছেন, প্রায় প্রতিদিনই মাদকের মামলায় কারাগারে যেমন বন্দি ঢুকছে, তেমনি জামিনে মুক্তি নিয়ে বের হয়ে যাচ্ছে পাঁচশ'র মতো বন্দি। আর এভাবেই কারাগারে যাওয়া-আসার মধ্যে রয়েছে মাদক মামলার আসামিরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রমতে, গত ১৩ ফেব্রম্নয়ারির হিসাব অনুযায়ী, মাদকের মামলায় দেশের বিভিন্ন কারাগারে ২৬ হাজার ২৩২ জন বন্দি ছিল। এদের মধ্যে ৯৪৬ জন নারী, বাকি ২৫ হাজার ২৮৬ জন পুরুষ।

মাদক পাচার, বহন ও বিক্রির অভিযোগে প্রতি বছর দেড় লাখের বেশি লোককে গ্রেপ্তার করে পুলিশ,র্ যাব, বিজিবি ও কোস্টগার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। এরপর গ্রেপ্তারকৃতদের আদালতের কাছে হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আদালত তাদের কারাগারে পাঠান।

সূত্র জানায়, ২০১৯ সালে পুলিশই গ্রেপ্তার করে ১ লাখ ৩১ হাজার ৩৬ জন মাদক কারবারিকে। এসব ঘটনায় মামলা হয়েছে লক্ষাধিক। একই বছর আড়াই হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করে বিজিবি।র্ যাবের হাতে গ্রেপ্তার হয় ৭ হাজারের বেশি মাদক কারবারি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য বিভাগও মাদক কারবারে জড়িত অভিযোগে অনেককে গ্রেপ্তার করে। তবে বছর শেষে দেখা যায়, মাদক মামলায় কারাভোগ করছে দশ ভাগের এক ভাগ আসামি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখার একজন কর্মকর্তা বলেন, প্রতিদিনই বিভিন্ন মামলার আসামি ঢুকছে কারাগারে। এর মধ্যে সবচেয়ে বেশি ঢুকছে মাদক মামলার আসামি। আবার জামিনে মুক্তি পেয়ে বেরও বেশি হচ্ছে মাদক মামলার আসামি। যেমন গত ১২ ফেব্রম্নয়ারি কারাগারে ঢোকে ৪১৯ জন মাদক মামলার আসামি, আর জামিনে বেরিয়ে যায় ৫৪৭ জন।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা বলেন, 'পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাজ হচ্ছে মাদক পাচারকারী ও বিক্রেতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা। গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানোর পর পুলিশের করণীয় আর থাকে না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<89729 and publish = 1 order by id desc limit 3' at line 1