শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকারি নির্দেশনা মেনেই মসজিদগুলোতে নামাজ আদায়

যাযাদি রিপোর্ট
  ০৮ এপ্রিল ২০২০, ০০:০০

সরকারি নির্দেশনা মেনে রাজধানীর মসজিদগুলোতে জোহরের ফরজ নামাজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর পাড়া-মহলস্নার মসজিদগুলোতে গিয়ে দেখা যায় এমন চিত্র। মিরপুর শেওড়াপাড়ার বাইতুস শাকুর জামে মসজিদে গিয়ে দেখা যায় পাঁচজন নিয়েই নামাজ আদায় করছেন ইমাম। নামাজের ওয়াক্তে অনেক মুসলিস্ন মসজিদে প্রবেশ করতে চাইলেও তাদের ফিরিয়ে দেওয়া হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী সোমবার (৬ এপ্রিল) মাগরিব থেকেই পাঁচজন নিয়ে নামাজ আদায় করছেন শেওড়াপাড়া তোরাব আলী জামে মসজিদের ইমাম। এ তথ্য জানিয়ে মসজিদ কমিটির সভাপতি মো. রমজান আলী বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আমাদের এই মসজিদে নামাজ অনুষ্ঠিত হচ্ছে। অনেকেই এসেছেন নামাজ পড়তে। আমরা কাউকেই অ্যালাউ করিনি। সবাইকে বলেছি এই মহামারি থেকে রক্ষা পেতে সরকার যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মেনে আপনারা আপনাদের পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতেই নামাজ আদায় করেন। তিনি আরও বলেন, 'এই মুহূর্তে দেশে একটি মহামারি চলছে এটি থেকে সুরক্ষা পেতে আমাদের সবাইকেই সচেতন হতে হবে। সবাই সচেতন হলেই আমরা এই করোনাভাইরাস প্রতিরোধে সক্ষম হবো।' একই কথা জানালেন পশ্চিম কাফরুল বাইতুস সাদেক জামে মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান স্বপন। তিনি বলেন, সরকারের নির্দেশনার আগের থেকেই আমরা মসজিদে সীমিত আকারে জামাত আদায় করেছি। সোমবার সরকারি নির্দেশনার পর থেকে আমরা প্রতি ওয়াক্তে পাঁচজন ফরজ নামাজ আদায় করছি। শুক্রবারে দশজন জুমার জামাত আদায় করবেন বলেও তিনি জানান। তিনি আরও বলেন, এই মহামারি থেকে রক্ষা পেতে সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা যদি সবাই সচেতন হই তাহলেই এই মহামারি থেকে আমরা রক্ষা পাবো। গত ৬ এপ্রিল জুমার নামাজের জামাতে ১০ জন ও প্রতি ওয়াক্ত নামাজে মসজিদে পাঁচজন যেতে পারবেন বলে নির্দেশনা দেয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ ছাড়াও সারাদেশে ওয়াজ মাহফিলসহ অন্য ধর্মীয় অনুষ্ঠানে নিষেধাজ্ঞা এবং অন্য ধর্মের অনুসারীদেরও উপাসনালয়ে সমবেত না হয়ে নিজ নিজ বাসস্থানে উপাসনা করার জন্য নির্দেশ দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে