শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খাদ্যসামগ্রী নিয়ে দুস্থের পাশে

স্বদেশ ডেস্ক
  ২৩ মে ২০২০, ০০:০০
গাজীপুরে ত্রাণ বিতরণ করেন মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল -যাযাদি

করোনাকালে কর্মহীন অসহায় শ্রমজীবী, দুস্থ ও বিপন্ন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তি-উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

নীলফামারী : পাঁচ হাজার পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে নীলফামারী জেলা পরিষদ। শুক্রবার সদর উপজেলার বড়মাঠ ও নটখানা মাঠে বিতরণ করেন জেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। এর আগে জেলার সৈয়দপুর, কিশোরগঞ্জ, জলঢাকা, ডিমলা, ডোমার উপজেলার ১১টি স্থানে ৩ হাজার ৪০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় বলে জানান জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা জয়নুল আবেদীন।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিক্ষার্থীদের নিয়ে গড়া স্বেচ্ছাসেবী সংগঠন 'হাসিমুখ'র উদ্যোগে ৫০ অস্বচ্ছল পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ সময় সংগঠনটির সভাপতি জাবেদুল ইসলাম তুহিন, সাধারণ সম্পাদক আকাশ বাসফোর, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, কোষাধ্যক্ষ রুনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

গাজীপুর : ৫৭টি ওয়ার্ডের প্রায় ৬০০০ পরিবারের কাছে ঈদের উপহারসামগ্রী পাঠিয়েছেন মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। এছাড়াও নিজ বাসভবনের সামনে তিনি প্রতিদিন কর্মহীন ৩০০ মানুষের জন্য ইফতারির আয়োজন করেছেন।

গোপালগঞ্জ : কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম গোপালগঞ্জের সাংবাদিকদের ঈদ উপহার দিয়েছেন। উপহার তুলে দেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইবতিয়াজ ই জয়, সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিউটন মোল্যা ও জেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক তানভীর হাসান জনি। এ সময় সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা সিকদার শরীফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল : অসহায় তাঁতি পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেছেন জেলা তাঁতি লীগের সহ-সভাপতি জোবায়েদ মলিস্নক বুলবুল। বিতরণকালে উপস্থিত ছিলেন তাঁতি লীগ নেতা দিলীপ বসাক, আব্দুল বাছেদ, জুয়েল মিয়া, ইমরান খান প্রমুখ।

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) : উপজেলার পাঁচগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ আজহার হোসেনের বাড়ি চাঠাতিপাড়া গ্রামে গ্রিনলাইন পরিবহনের মালিক আলাউদ্দিন মিয়ার অর্থায়নে ৪০০ পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শেখ আজহার হোসেন, আওয়ামী লীগ নেতা নূর ইসলাম মলিস্নক, ইয়াসিন বেপারী প্রমুখ।

জয়পুরহাট : মধ্যরাতে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছেন জয়পুরহাটর্ যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ। মোহাইমেনুর রশিদ জানান, টিমের সদস্যদের সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে সহায়তা করে চলেছেন। শুধুমাত্র ব্যক্তি উদ্যোগে প্রায় ১৫০০ মানুষকে খাদ্যসামগ্রী দিয়েছেন।

মহাদেবপুর (নওগাঁ) : নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার উদ্যোগে মহাদেবপুর থানা পুলিশের আয়োজনে উপজেলার ১০টি ইউনিয়নে কর্মরত ৯০ জন গ্রামপুলিশ ও ৫ জন আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী-সেবনকারীর মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। উপস্থিত ছিলেন থানার ওসি নজরুল ইসলাম জুয়েল, (তদন্ত) সিদ্দিকুর রহমান, সাংবাদিক গৌতম কুমার মহন্ত প্রমুখ।

সীতাকুন্ড (চট্টগ্রাম) : সীতাকুন্ডের বশরতনগর ক্রীড়া সংঘের উদ্যোগে ৭৮ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মহিউদ্দীন আলম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান আরিফ, অর্থ সম্পাদক বোরহান উদ্দিন স্বপন, আমজাদ খাঁন, ইউপি সদস্য ইছহাক, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন প্রমুখ।

ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাটে ১০০ পরিবারের মধ্যে ঈদ উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রাণের হাসি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাসরুফা মিম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ-সভাপতি আবু সাঈদ, সদস্য মাসতুরা মৌনি প্রমুখ।

শ্রীপুর (মাগুরা) : সদর ২নং ওয়ার্ড ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকন ব্যক্তিগত উদ্যোগে পুরাতন বাজারস্থ ইয়াংস্টার ক্লাব প্রাঙ্গণে ২০০ দুস্থের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সুধীর অধিকারী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার, সাংবাদিক আশরাফ হোসেন পল্টু প্রমুখ।

তানোর (রাজশাহী) : মুন্ডুমালা পৌর এলাকার প্রায় সাড়ে ৪ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সমাজসেবক সাইদুর রহমান। তিনি মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

মুরাদনগর (কুমিলস্না) : উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৭টি কওমি মাদ্রাসা ও এতিমখানায় প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করা হয়েছে। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের তালিকা অনুযায়ী উপজেলার ১১৪৮টি মসজিদে ৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকেলে ইউএনও অভিষেক দাশ এসব চেক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন মুরাদনগর শাখার ফিল্ড সুপারভাইজার হাবিবুর রহমান।

শেরপুর : শিক্ষার্থীদের সেচ্ছাসেবী সংগঠন ডিবাইন হেল্পারর্স অব বাংলাদেশের আয়োজনে রজব আলী মাস্টার স্মৃতি পাঠাগারের উদ্যোগে ১৫০ পরিবারকে ঈদসামগ্রী প্রদান করা হয়েছে। এ সময় শ্রীবর্দী থানার ওসি রুহুল আমীন, পাঠাগারের পরিচালক রাসেদুজ্জামান, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফয়জুর রহমান সজিব, সাধারণ সম্পাদক বদরুর মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে ২৫০ পরিবারকে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমনের ব্যক্তিগত উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুসহ ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দাউদকান্দি (কুমিলস্না) : কুমিলস্নার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দু'হাজার পরিবারকে ঈদসামগ্রী ও নগদ সহায়তা দিয়েছেন ইউপি সদস্য জামাল উদ্দিন। এ সময় এলাকায় রাজনীতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপিস্থত ছিলেন।

ভূঞাপুর (টাঙ্গাইল) : ভূঞাপুরে যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ছাত্রদল ও যুবদল ঈদসামগ্রী বিতরণ করেছে। শুক্রবার সকালে ৩৮০ জনকে সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট গোলাম মোস্তাফা, সেলিমুজ্জামান সেলু, জাহাঙ্গীর হোসেন, খন্দকার লুৎফর রহমান গিয়াস, যুবদল নেতা খন্দকার জুলহাস উদ্দিন প্রমুখ।

শ্রীনগর (মুন্সীগঞ্জ) : শ্রীনগরে ৫০০ পরিবারের মাঝে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর হাসানের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা জসিম মোলস্না, ফারুক মৃধা, জামিল হোসেন বিপস্নব, মোশারফ হোসেন, আবু জাফর জিয়া, এমদাদুল হক রজিন, জাফর হোসেন, ওমর ফারুক বাবু, আশিফুল ইমলাম অভি প্রমুখ।

সাপাহার (নওগাঁ) : জেলা পুলিশ সুপারের উদ্যোগে ও সাপাহার থানা পুলিশের আয়োজনে ৫২ জন গ্রাম পুলিশের মধ্যে ঈদ উপহারসামগ্রী প্রদান করা হয়েছে। এ সময় সহকারী পুলিশ সুপার (ক্রাইম) রাকিবুল আকতার, থানার ওসি আব্দুল হাই, ওসি তদন্ত মনিরুল ইসলাম, এসআই নয়ন কুমার কর প্রমুখ উপস্থিত ছিলেন।

ঘোড়াঘাট (দিনাজপুর) : বুধবার বিকালে উপজেলার সোনামুখী গ্রামসহ বিভিন্ন গ্রামে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সেলিম রেজা ব্যক্তিগত উদ্যোগে ২০০ মানুকে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় যুব নেতা সারোয়ার হোসেন, সিহাব মন্ডল, সেচ্ছাসেবক দলের নেতা মো. রাজীব, রুহুল আমিন, পাইলট হোসেন, ছাত্রনেতা সোহেল রানা, সুমন শাহসহ অনেকেই উপস্থিত ছিলেন।

চাটমোহর (পাবনা) : চাটমোহরে রানা মাস্টার স্মৃতি সংসদ ও ভূমিহীন উন্নয়ন সংস্থার (এলডিও) উদ্যোগে আরডিসির সহায়তায় ১০০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালক নূরে আলম মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে এলডিও নির্বাহী পরিচালক নূরে আলম মনজুর সহযোগিতায় এসব বিতরণ করা হয়।

ডুমুরিয়া (খুলনা) : খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দের পক্ষ থেকে তার নির্বাচনী এলাকা ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় ২ হাজার পরিবারকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ, ইউএনও শাহনাজ বেগম, ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, থানার ওসি আমিনুল ইসলাম বিপস্নব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন প্রমুখ।

সাভার : সাভারের তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর ইউনিয়নের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ শিক্ষককে সহায়তা করেছেন। পর্যায়ক্রমে ইউনিয়নের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মানবেতর জীবনযাপন করা শিক্ষকদের মাঝেও সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) : অষ্টগ্রামের ইসলামপুর গ্রামের মফিজুল ইসলাম নামের এক কৃষক ১৫০ পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে খাদ্য বিরতণ করেছেন। বিতরণকালে উপস্থিত ছিলেন সোলেমান মিয়া, আবুল ফজল, আরজু মিয়া, আব্দুল আলীম প্রমুখ।

ধনবাড়ী (টাঙ্গাইল) : উপজেলা পরিষদ হলরুম থেকে ১০৫৫ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার জেবউন্নাহার লিনা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন। এ সময় ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শামছুল হুদা, যদুনাথপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, উপজেলা প্রকৌশলী জয়নুল আবেদীন, সাংবাদিক হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<100441 and publish = 1 order by id desc limit 3' at line 1