বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশাল বোর্ডে সেরা পিরোজপুর

বরিশাল অফিস
  ০১ জুন ২০২০, ০০:০০

এবারের এসএসসির ফলাফলে পাসের হার এগিয়ে বরিশাল বোর্ডের আওতাধীন পিরোজপুর জেলা। এ জেলার পাসের হার ৮৩.৯৮ ভাগ। গত বছরও পাসের হারে সবার শীর্ষে অবস্থান করছিল পিরোজপুর।

বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম স্থানে থাকা পিরোজপুর জেলায় ২৪৪টি স্কুলের ১৩ হাজার ২৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে পাস করেছে ১১ হাজার ১৩৫ জন। এর মধ্যে ছাত্র ৫ হাজার ২৭ ও ছাত্রী ৬ হাজার ১০৮ জন। এ জেলার পাসের হার ৮৩.৯৮ ভাগ। দ্বিতীয় স্থানে রয়েছে পটুয়াখালী জেলা। পাসের হার ৮৩.২০। এ জেলায় ২৫৭টি বিদ্যালয়ের ২১ হাজার ৬৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮ হাজার ৫ জন। এর মধ্যে ছাত্র ৯ হাজার ৩১৩ জন ও ছাত্রী ৮ হাজার ৬৯২। অপরদিকে গত বছরের দ্বিতীয় স্থানে থাকা বরগুনা এবার তৃতীয় অবস্থানে রয়েছে। এ বছর এ জেলায় ১৫১টি বিদ্যালয়ের ১২ হাজার ১২৪ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০ হাজার ৮০ জন। এর মধ্যে ছাত্র ৪ হাজার ৯০১ ও ছাত্রী ৫ হাজার ১৭৯ জন। পাসের হার ৮৩.১৪ ভাগ।

এবার চতুর্থ স্থানে থাকা ঝালকাঠিতে পাসের হার ৭৯.৫৫ ভাগ। ১৭০ স্কুলের ১০ হাজার ৫১৯ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮ হাজার ৩৬৮ জন। অপরদিকে পঞ্চম স্থানে রয়েছে বরিশাল জেলা। এখানে ৪১৬টি বিদ্যালয়ের ৩৭ হাজার ৫৯৭ পরীক্ষার্থীর মধ্যে পাস করছে ২৮ হাজার ৮৫২ জন। পাসের হার ৭৬.৭৪ ভাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<100867 and publish = 1 order by id desc limit 3' at line 1