বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফল খারাপ হওয়ায় ৫ শিক্ষার্থীর আত্মহত্যা

স্বদেশ ডেস্ক
  ০১ জুন ২০২০, ০০:০০

এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় পাঁচ জেলায় পাঁচ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। গাজীপুরের শ্রীপুরে ছাত্রী, সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় ছাত্র, শরীয়তপুরের গোসাইরহাটে ছাত্রী, ঝিনাইদহের মহেশপুরে ছাত্র এবং হবিগঞ্জে ছাত্রী আত্মহত্যা করেছেন। প্রতিনিধিদের পাঠানো খবর :

শ্রীপুর (গাজীপুর) : এসএসসি পরীক্ষার ফলাফলে নিজেকে অকৃতকার্য দেখে আত্মহত্যা করেছেন মানসুরা আক্তার (১৭) নামের এক ছাত্রী। গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর গ্রামে দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। ছাত্রীর স্বজনদের বরাত দিয়ে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

মানসুরা আক্তার ওই গ্রামের আবদুল হান্নানের মেয়ে। তিনি লতিফপুর বালিকা উচ্চবিদ্যালযয়ের ছাত্রী ছিলেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন বলেন, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ওই ছাত্রী আত্মহত্যা করেছে বলে তার স্বজনরা জানিয়েছেন।

উলস্নাপাড়া (সিরাজগঞ্জ) : এসএসসি পরীক্ষায় পাস করতে না পারায় রোববার দুপুরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করছে মাফিয়া খাতুন (১৫) নামের এক পরীক্ষার্থী। সে এ বছর উলস্নাপাড়ার ফলিয়া উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। মাফিয়া পুঠিয়া মধ্যপাড়া গ্রামের মঈনুল হোসেনের মেয়ে।

পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার জানান, রোববার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর মাফিয়া জানতে পারে, সে অকৃতকার্য হয়েছে। সঙ্গে সঙ্গে সে তার শোয়ার ঘরে ওড়না ঝুলিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে উলস্নাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আলাল উদ্দিন জানান, পুলিশ মাফিয়ার লাশ উদ্ধারের প্রস্তুতি নিচ্ছে।

গোসাইরহাট (শরীয়তপুর) : শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় মোনতাছিমা রহমান বর্ষা (১৭) নামে এক কিশোরী জিপিএ-৫ না পেয়ে ফ্যানের সঙ্গে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। রোববার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার গোসাইরহাট ইউনিয়নের বটনা গ্রামে এ ঘটনা ঘটে।

মোনতাছিমা রহমান বর্ষা উপজেলার গোসাইরহাট ইউনিয়নের বটনা গ্রামের আবদুল মতিন সরকারের মেয়ে। সে ইদিলপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ- ৪.৫০ পেয়েছে।

গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোলস্না সোহেব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বেলা পৌনে ১১টার দিকে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছে বর্ষা। পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, বর্ষা এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পায়নি। এ কারণে সে আত্মহত্যা করেছে।

ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

স্থানীয়রা জানায়, রোববার এ বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলে উপজেলার সাহাবাজপুর গ্রামের ঝন্টু মিয়ার ছেলে পিয়ারুল পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সবার অগোচরে মাঠে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খাঁন জানান, খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তার এই করুণ মৃতু্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হবিগঞ্জ : লাখাই উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ার হতাশায় পরশমনি (১৬) নামে এক কিশোরী বিষাক্ত পদার্থ খেয়ে আত্মহত্যা করেছে। রোববার ফলাফল প্রকাশের পর বেলা সাড়ে ১১টায় বিষক্রিয়ায় ছটফট করতে থাকে মেয়েটি। সঙ্গে সঙ্গে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় মাদনা-বেগুনাই এসইএসডিপি মডেল হাইস্কুল থেকে এবারের পরীক্ষায় অংশে সে। পরশমনি উপজেলার বুলস্না ইউনিয়নের বেগুনাই গ্রামের দরিদ্র কৃষক মো. জালাল মিয়ার মেয়ে।

মৃতের পরিবারের বরাত দিয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, অকৃতকার্য হওয়ার পরপরই মেয়েটি জমিতে ব্যবহারের কীটনাশক (বুলেট) সেবনের মাধ্যমে আত্মহত্যা করেছে। পুলিশ মরদেহের সুরতহাল তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করবে।

পরশমনির সম্পর্কে নানা ও বুলস্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান জানান, তিন ভাইবোনের মধ্যে সবার বড় সে। বাকি দুইজনও উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত। মানুষের মতো মানুষ করার লক্ষ্যে পরিবারের অভাব-অনটন থাকা সত্ত্বেও তিন সন্তানকে পড়াচ্ছিলেন কৃষক জামাল মিয়া। অকালেই এক ছাত্রীর এভাবে চলে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের মা মোছা. নাসিমা আক্তার কান্না করতে করতে বারবার মুর্ছা যাচ্ছিলেন বলেও জানান তিনি।

মাদনা-বেগুনাই এসইএসডিপ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতাপ চন্দ্র বৈষ্ণব বলেন, অত্যন্ত শান্ত প্রকৃতির মেয়েটির শ্রেণিকক্ষে উপস্থিতি ছিল নিয়মিত। তার আচরণে মুগ্ধ হতো সবাই। স্কুলের সবচ শিক্ষক-শিক্ষার্থীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে পরশমনির এভাবে চলে যাওয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<100874 and publish = 1 order by id desc limit 3' at line 1