logo
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০, ২৫ আষাঢ় ১৪২৬

  চৌগাছা (যশোর) প্রতিনিধি   ০৪ জুন ২০২০, ০০:০০  

চৌগাছায় বিদু্যৎস্পৃষ্টে একজনের মৃতু্য

যশোরের চৌগাছায় বিদু্যৎস্পৃষ্টে বছির উদ্দিন (৪৫) নামে একজনের মৃতু্য হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জিওলগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বছির উদ্দিন ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

প্রতিবেশীরা জানান, বছির উদ্দিন বাড়িতে পানির বৈদু্যতিক মোটর মেরামত করছিলেন। এ সময় অসাবধানতাবশত মোটরের বৈদু্যতিক সংযোগের তার স্পর্শ করলে বিদু্যতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহমেদ ফয়েজ বিন সাদ বলেন, হাসপাতালে নেওয়ার আগেই বছির উদ্দিনের মৃতু্য হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে