বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে ২ শতাধিক ঘরবাড়ি যমুনায় বিলীন

এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ
  ০৬ জুন ২০২০, ০০:০০

সিরাজগঞ্জের শাহজাদপুরে অব্যাহত ভাঙনে দুই শতাধিক ঘরবাড়ি যমুনা নদীগর্ভে ইতোমধ্যে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে সোনাতনী প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিকসহ প্রায় ১০টি গ্রামের কয়েকশত বাড়িঘর ও ফসলি জমি। প্রায় এক সপ্তাহ ধরেই উপজেলার কৈজুরী, জালালপুর ও সোনাতনী ইউনিয়নের যমুনা তীরবর্তী বিভিন্ন গ্রামে ভাঙন শুরু হয়েছে। ভাঙনে ঘরবাড়ি ছাড়াও কয়েক শত বিঘা ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। ভাঙনকবলিত মানুষ বাঁধের পাশে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।

স্থানীয়রা জানায়, বর্ষা মৌসুম আসার আগেই যমুনার পানি বৃদ্ধি ও তীরবর্তী অঞ্চলগুলোতে ভাঙন দেখা দিয়েছে। এক সপ্তাহে তীব্র স্রোতের কারণে ভাঙনের তীব্রতা আরও বেড়েছে। এতে উপজেলার জালালপুর ইউনিয়নের ঘাটাবাড়ী, বাঐখোলা, কুটি, পাকড়তলা গ্রামের প্রায় দেড় শতাধিক ঘরবাড়ি, ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। এছাড়াও সোনাতনী ও কৈজুরি ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের অর্ধশতাধিক বাড়িঘর বিলীন হয়েছে।

জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ ও সোনাতনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান জানান, অসময়ে যমুনার ভাঙনে তিনটি ইউনিয়নের প্রায় দুই শতাধিক বাড়িঘর ইতোমধ্যে বিলীন হয়ে গেছে। সর্বস্ব হারিয়ে নিঃস্ব মানুষগুলো মানবেতর জীবনযাপন করছেন। ভাঙনকবলিতদের মানবিক সহায়তা দেওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ শামসুজ্জোহাকে জানানো হয়েছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ শামসুজ্জোহা বলেন, ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের জানানো হয়েছে। এ বিষয়ে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে পাউবো কর্মকর্তারা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<101418 and publish = 1 order by id desc limit 3' at line 1