শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাঁচ পৌরসভার বাজেট ঘোষণা

স্বদেশ ডেস্ক
  ০১ জুলাই ২০২০, ০০:০০
বরগুনার বেতাগীতে বাজেট ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান -যাযাদি

পাঁচ পৌরসভা, এক উপজেলা পরিষদ ও এক ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

নীলফামারী : নীলফামারী পৌরসভা ২০২০-২০২১ অর্থ বছরের জন্য ৬৭ কোটি ৮৫ লাখ ৩ হাজার ৩৫ টাকার বাজেট ঘোষণা করেছে। মঙ্গলবার দুপুরে নীলফামারী পৌরসভা মিলানায়তনে উন্মুক্ত এ বাজেট ঘোষণা করেন মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, পৌরসভার সচিব মশিউর রহমান, জেলা পরিষদ সদস্য ইসরাত পলস্নবী প্রমুখ।

গাংনী (মেহেরপুর) : স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে মেহেরপুরের গাংনী পৌরসভার ২০২০-২০২১ সালের ৩৭ কোটি ২৭ লাখ ৫৭ হাজার ৮৭৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভা হলরুমে পৌরমেয়র আশরাফুল ইসলাম এ বাজেট ঘোষণা করেন। স্বাস্থ্য খাতে বরাদ্দ ধরা হয়েছে ৫৬ লাখ পাঁচ হাজার টাকা। অনুষ্ঠানে প্যানেল মেয়র, কাউন্সিলর, রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘোড়াঘাট (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আব্দুস ছাত্তার মিলন। মঙ্গলবার পৌরসভা মিলনায়তনে ২৩ কোটি ১৪ লাখ ২৭ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৮৭ হাজার ৫৬০ টাকা ও ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭২ লাখ ২৭ হাজার টাকা। উদ্বৃত্ত রয়েছে ১ লাখ ৬০ হাজার ৫৬০ টাকা যা পরবর্তীতে করোনা মোকাবিলার কাজে ব্যয় করা হবে।

বাজেটে নতুন কোনো কর আরোপ ছাড়াই শিক্ষা, স্বাস্থ্য ও পানি নিষ্কাশনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেট অধিবেশনে প্যানেল মেয়র আব্দুল কাদের, আনোয়ার পারভেজ, সচিব (ভারপ্রাপ্ত) শাহাদৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জলঢাকা (নীলফামারী) : ১৫ লাখ ৩৩ হাজার ৪৩৩ টাকা উদ্বৃত্ত রেখে প্রায় ২১ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে জলঢাকা পৌরসভা। মঙ্গলবার দুপুরে পৌরসভা অস্থায়ী কার্যালয়ে বাজেট পেশ করেন পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব আশরাফুজ্জামান, প্রকৌশলী জোবাইদুল হক, হিসাবরক্ষক কর্মকর্তা আওলাদ হোসেন, কাউন্সিলর বিশ্বজিৎ রায় প্রমুখ।

পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছা পৌরসভায় ২০২০-২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পৌর ভবনে মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে বাজেট পেশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, জাপা সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, পৌর সচিব মো. লিয়াকত হোসেন, প্যানেল মেয়র এস,এম, এনামুল হক প্রমুখ।

বেতাগী (বরগুনা) : বরগুনার বেতাগী উপজেলা পরিষদে ২০২০-২০২১ অর্থ বছরের ১ কোটি ১৪ লাখ ৩৮ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার ইউএনওর সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব আহসানের সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদ খানম, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. তের মং, উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহীনুর রহমান, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন প্রমুখ।

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের ২০২০-২০২১ অর্থ বছরের ৮২ লাখ ৬৬ হাজার ৩০০ টাকার বাজেট ঘোষণা করেছেন খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডল। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বাজেট ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<104338 and publish = 1 order by id desc limit 3' at line 1