বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কর্মহীনদের জন্য সহায়তা অব্যাহত

স্বদেশ ডেস্ক
  ০২ জুলাই ২০২০, ০০:০০
সাভারে ইউনিয়ন চেয়ারম্যানদের হাতে দরিদ্রদের জন্য উপহারসামগ্রী তুলে দেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব -যাযাদি

করোনাভাইরাসে কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে বিভিন্ন স্থানে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :

সাভার : সাভারে করোনা সংক্রমণ রোধে সমাজের দরিদ্রদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল ও উপজেলা পরিষদের পক্ষ থেকে এ নিত্যপ্রয়োজনীয় পণ্য ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাতে তুলে দেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। এ সময় ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যানরা নিজ নিজ এলাকার ৬০০ পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করবেন।

লোহাগড়া (নড়াইল) : নড়াইলের লোহাগড়ায় ৯০ জন পুরোহিত-পূজারীর মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বুধবার লোহাগড়া নিতাই-গৌর সুন্দর জিউর মন্দির প্রাঙ্গণে চাল বিতরণ করেন জেলা পরিষদের সদস্য উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার কুন্ডু মদন। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সস্পাদক পরীক্ষিত শিকদার, সাংবাদিক রূপক মুখার্জি, সহসভাপতি গৌতম দেওয়ান প্রমুখ।

বোরহানউদ্দিন (ভোলা) : ভোলার বোরহানউদ্দিনে করোনাভাইরাস দুর্যোগে ২০০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া শিশুখাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পক্ষিয়া ও কাচিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ভারপ্রাপ্ত ইউএনও মো. বশির গাজী এসব শিশুখাদ্য তুলে দেন। এ সময় ইউপি চেয়ারম্যান নাগর হাওলাদার, আ. রব কাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাইয়ের প্রজেক্ট এলাকার ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং চন্দ্রঘোনার কর্ণফুলী নালন্দা জ্ঞানশ্রী শিশু সদনের ছাত্রদের জন্য খাদ্য সহায়তা দিয়েছে উপজেলা ছাত্রলীগ। বুধবার বিহার, মাদ্রাসা ও এতিমখানার পরিচালকদের হাতে এসব সহায়তা তুলে দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এম. নূর উদ্দিন সুমন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আল আমিন, কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মামুন প্রমুখ।

বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে ৩৫০ জনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বুধবার এ সামগ্রী বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। এ সময় মুক্তিযোদ্ধা আফসার আলী, ইউপি সদস্য রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<104455 and publish = 1 order by id desc limit 3' at line 1