শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষপে

নতুনধারা
  ০২ জুলাই ২০২০, ০০:০০

শ্রদ্ধা নিবেদন

মানিকগঞ্জ প্রতিনিধি

জঙ্গি হামলায় নিহত পুলিশ কর্মকর্তা এসি রবিউল করিমের ৪র্থ মৃতু্যবার্ষিকী উপলক্ষে তার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানিয়েছেন পুলিশ প্রশাসন ও তার পরিবারের সদস্যরা। বুধবার তার স্মৃতি রক্ষায় গড়ে তোলা মানিকগঞ্জ পুলিশ লাইন্স-এর মূল ফটকের ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপার রিফাত রহমান শামীম। এ সময় নিহত রবিউল করিমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে নিহত রবিউল করিমের নিজ গ্রাম সদর উপজেলার কাটিগ্রামে এলাকায় তার কবর জিয়ারত করেন এলাকাবাসী ও পরিবারের সদস্যরা। পরে তার স্মরণে বিশেষায়িত বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ওষুধ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে সরকারি ওষুধসহ আটক ফার্মেসি মালিক শরাফাতের বাড়ি থেকে আবারো বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের নিউ কলোনি এলাকায় তার বাড়ির ঘরের কোণে মাটির নিচে পুঁতে রাখা পলিথিনে মোড়ানো দুই বস্তা সরকারি ওষুধ উদ্ধার করা হয়। এর আগে গত ২৫ জুন বিকালে শহরের টাউন ফার্মেসিতে অভিযান চালিয়ে অর্ধ লাখ টাকার ৬ প্রকার সরকারি ওষুধসহ ফার্মেসির মালিক শরাফত আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

চাল উদ্ধার

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর পিয়াস ফিলিং স্টেশনসংলগ্ন এলাকা থেকে ট্রাকভর্তি সরকারি চাল উদ্ধার করে ডিবি পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার সময় চুয়াডাঙ্গা ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দেহাটি পিয়াস ফিলিং স্টেশনসংলগ্ন এলাকা থেকে চালক হেলপারবিহীন সরকারি চাল ভর্তি ট্রাক উদ্ধার করে।

করোনা শনাক্ত

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলায় একদিনে নতুন করে সর্বোচ্চ আরও ৯ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় একজন শিশু, দুইজন মেডিকেল স্টাফ ও একজন পুলিশের গোয়েন্দা সংস্থার সদস্যসহ মোট ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। মঙ্গলবার লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আমিনুল ইসলাম আক্রান্তের সত্যতা নিশ্চিত করেন।

চেয়ার বিতরণ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদের তহবিল হতে পঙ্গু ও প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম ও বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। এ সময় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নজরুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দিবস পালিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বারোকোনা আদিবাসী সাঁওতাল পলস্নীর কলম সরেন-আলমা সরেন মাঠে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার ১৬৫তম এ দিবসের আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ। সামাজিক দূরত্ব বজায় রেখে সিধু-কানু স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্র নাথ সরেণ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য খোকন সুইটেন মুরমু।

পদোন্নতি লাভ

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুন্ড মডেল থানার ওসি ইন্টিলিজেন্স সুমন বণিক পদোন্নতি পেয়ে ওসি (তদন্ত) হিসেবে একই থানায় যোগদান করেছেন। মঙ্গলবার বিকালে তিনি ওসি তদন্ত হিসেবে পদোন্নতি পান।

সীতাকুন্ড থানার নতুন দায়িত্বপ্রাপ্ত ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, 'আমি চেষ্টা করেছি সীতাকুন্ডের আইন-শৃঙ্খলা রক্ষার্থে আমার উপর অর্পিত দায়িত্ব পালনে। আমি কতটুকু কাজ করতে পেরেছি তা সীতাকুন্ড শিল্পাঞ্চলবাসীই একদিন বলবে। আমার দায়িত্ব পালন করাকালে সব সাফল্য সীতাকুন্ডবাসীকে উৎস্বর্গ করেছি।'

অনুদান বিতরণ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

করোনা রোগীদের চিকিৎসা সেবার্তে উপজেলার মেখল মানবিক আইসোলেশন সেন্টারে অর্ধ লক্ষ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবদুল করিম। সাবেক মুখ্য সচিবের একজন প্রতিনিধি আইসোলেশন সেন্টারের প্রধান উদ্যোক্তা মো. জাহাঙ্গীর আলমের কাছে এ অনুদান হস্তান্তর করেন।

প্রসঙ্গত মেখল ইছাপুর ফয়জিয়া বাজার মরিয়মস আর্কেড কমিউনিটি সেন্টারে এ আইসোলেশন সেন্টার খোলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<104470 and publish = 1 order by id desc limit 3' at line 1