শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সীমান্তে সক্রিয় গরু চোরাচালানিরা

ফয়সাল মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ
  ০৭ জুলাই ২০২০, ০০:০০
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু চোরাচালানি প্রতিহত করতে কঠোর অবস্থানে বিজিবি -যাযাদি

কোরবানির জন্য ভারতীয় গরু আনায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে চোরাচালানিরা। তবে চোরাচালানিদের প্রতিহত করতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড-বাংলাদেশ (বিজিবি)।

সীমান্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ২০১৯ সালের ঈদুল আজহার আগে প্রথমবারের মতো ভারতীয় গরু আনার ওপর নিষেধাজ্ঞা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবার একটু আগেভাগেই সেই নির্দেশনা জারি করে মন্ত্রণালয়। কিন্তু নির্দেশনা উপেক্ষা করে সীমান্ত এলাকায় তৎপর হয়ে উঠেছে চোরাচালানিরা।

সূত্রগুলো জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে সাধারণত বন্যার পানি বাড়লে গরু চোরাচালান বেড়ে যায়। জেলার বিস্তীর্ণ সীমান্ত এলাকায় রয়েছে পদ্মা নদী। নদীর এপারে বাংলাদেশ, ওপারে ভারত। তাই এসব সীমান্তে গরু চোরাচালান খুব সহজ। বাংলাদেশি রাখালরা (চোরাচালানে নিয়োজিত) ওপারে গিয়ে রাতের আঁধারে গরু ভাসিয়ে দেয় পদ্মা নদীতে। সেই গরু সাঁতরে নদী পার হয়ে বাংলাদেশে চলে আসে। আর নদী পথ হওয়ায় ওইসব সীমান্তে বিজিবি বা বিএসএফের টহলও থাকে কম।

জেলার একাধিক সীমান্তে খোঁজ নিয়ে জানা গেছে, অন্যান্য বছর কোরবানির সময় ব্যাপক গরু আসত ভারত থেকে। কিন্তু এ বছর এখনও তেমন গরু আসতে শুরু করেনি। তবে এরই মধ্যে চোরাচালানিরা তৎপরতা শুরু করে দিয়েছে সীমান্ত এলাকায়। শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, সীমান্ত এলাকায় বাইরের লোকজনের আনাগোনা বেড়ে গেছে বেশ কিছু দিন থেকেই। প্রতি বছর কোরাবানির ঈদের আগে এমনটা হয়ে থাকে।

এদিকে সীমান্ত এলাকায় কোরবানির ঈদকে সামনে রেখে গরু চোরাচালান বেড়ে যাওয়ার আশঙ্কা করছে বিজিবিও। তবে চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানেও থাকার কথা জানানো হয়েছে বাহিনীর পক্ষ থেকে। সোমবার চাঁপাইনবাবগঞ্জের ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ সুরুজ মিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গরু চোরাচালান বৃদ্ধির আশঙ্কা রয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে যারা এ ধরনের চোরাচালানি কার্যক্রমের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এ ধরনের অবৈধ কার্যকলাপ বৃদ্ধির ফলে চোরাচালান বৃদ্ধিসহ সীমান্তবর্তী এলাকায় বসবাসরত জনসাধারণের জানমাল ও জীবনের নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হয়ে দাঁড়াবে। চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় বসবাসরত জনসাধারণের জানমাল ও জীবনের নিরাপত্তা রক্ষায় কঠোর নজরদারি বৃদ্ধিসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। রাতে টহল বৃদ্ধির মাধ্যমে সীমান্তে আধিপত্য বিস্তার, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<105051 and publish = 1 order by id desc limit 3' at line 1