logo
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০, ২০ শ্রাবণ ১৪২৬

  কুষ্টিয়া প্রতিনিধি   ০৮ জুলাই ২০২০, ০০:০০  

কুষ্টিয়ায় পদ্মায় নৌকাডুবিতে ৪ শ্রমিক নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালী এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় চারজন শ্রমিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অপর চারজন পানির প্রবল তোড়ে ভেসে নিখোঁজ হন। মঙ্গলবার সকালে পাবনার শেষে সীমানাসংলগ্ন কুষ্টিয়ার কুমারখালীর চরসাদিপুর এলাকায় পদ্মা নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। চারজন শ্রমিক নিখোঁজ হওয়ায় ভেড়ামারায় শোকের মাতম চলছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ১০টায় দিকে কুষ্টিয়ার ভেড়ামারার ১৩ জন শ্রমিকসহ ইঞ্জিনচালিত একটি নৌকা পদ্মা পাড়ি দিয়ে কুমারখালী অভিমুখে আসছিল। এ সময় বৈরী আবহাওয়া এবং প্রবল ঢেউ ও স্রোতের টানে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে ১৩ শ্রমিকের মধ্যে ৯ জন সাঁতরে প্রাণ রক্ষা করতে সক্ষম হলেও বাকি চার শ্রমিক নিখোঁজ হন। খবর পেয়ে পাবনা ও কুমরাখালী ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনাস্থল থেকে নিখোঁজ শ্রমিকরা ভেসে দূরবর্তী কোথাও চলে গেছে বলে ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা প্রাথমিকভাবে ধারণা করছেন। নিখোঁজ শ্রমিকরা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার অন্তর্গত গোলাপনগর, জামালপুর ও বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। এদিকে নিখোঁজদের উদ্ধারে রাজশাহীর ডুবুরি টিমকে খবর দেওয়া হয়েছে। কুষ্টিয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, উদ্ধার তৎপরতা চলছে। কুমারখালী ইউএনও রাজিবুল ইসলাম খান জানান, নিখাঁজদের উদ্ধারের বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে