শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অসহায়দের ত্রাণ সহায়তা অব্যাহত

স্বদেশ ডেস্ক
  ১০ জুলাই ২০২০, ০০:০০

করোনাভাইরাস ও বন্যাদুর্গত মানুষের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। আমাদের স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর:

সাভার :ঈদুল আজহাকে সামনে রেখে সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদে সমাজের অসহায় ও দুস্থদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার আশুলিয়া ইউনিয়ন পরিষদে জিআর'র উদ্যোগে প্রায় ৫৭৭ জনের মধ্যে এ চাল বিতরণ করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার সাজ্জাদ হোসেন, ইউপি সদস্য হোসেন আলী মাস্টার প্রমুখ।

পিরোজপুর :যুব সংগঠন স্টেজ ফর ইউথ ইন পিরোজপুরের উদ্যোগে দুস্থ মানুষের মধ্যে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। বুধবার পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে পিরোজপুর প্রেসক্লাব প্রাঙ্গণে ১৫ দিনব্যাপী এ খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউএনও বশির আহম্মেদ, সদর থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী এবং সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।

মান্দা (নওগাঁ) : করোনাভাইরাসের সংকটময় মুহূর্তে মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে সন্ধানী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট। ইউনিটের পক্ষ থেকে বুধবার নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি বাজারের কাছে বেদে সম্প্রদায়ের মোট ২৫টি পরিবার ও ফতেপুর গ্রামের ৫টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। সন্ধানী সিওমেক ইউনিটের উপদেষ্টাবৃন্দ ও সভাপতি লুৎফর রাহমান মিলনের পৃষ্ঠপোষকতায় এবং সাধারণ সম্পাদক আল-আমিনের সার্বিক তত্ত্বাবধানে কার্যক্রমটির সহযোগিতায় ছিলেন ইউনিটের সমাজকল্যাণ সম্পাদক কাউছার আলী।

পত্নীতলা (নওগাঁ) : পত্নীতলায় ডাসকো ফাউন্ডেশন, প্রসপেক্ট প্রকল্পর বাস্তবায়নে এবং বিএমজেড ও নেটজ্‌'র সহযোগিতায় নাগরিক সমাজ সংগঠন পরিবারের মধ্যে বৃহস্পতিবার ত্রাণসমাগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার সদর নজিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউএনও মো. লিটন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা প্রমুখ।

ইসলামপুর (জামালপুর) : জামালপুরের ইসলামপুর পাথশী ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন জামালপুর-২ আসনের সংসদ ফরিদুল হক খান দুলাল ও নারী সংসদ সদস্য হোসনে আরা। বুধবার ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল, ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আক্তার লাকী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<105344 and publish = 1 order by id desc limit 3' at line 1