শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ১২ জুলাই ২০২০, ০০:০০
কুড়িগ্রামের রৌমারীতে জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে প্রসংশাপত্র হস্তান্তর করছেন অতিথিরা -যাযাদি

দেশের বিভিন্ন স্থানে মহামারি কোভিড-১৯ প্রতিরোধ, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করার প্রতিপাদ্য বিষয় নিয়ে শনিবার পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। আমাদের স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর :

রংপুর : রংপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শনিবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনা অফিস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কে,এম তারিকুল ইসলাম। পরিবার পরিকল্পনার রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) মাহবুব আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগীয় উপ-পরিচালক ডাক্তার মো. সুলতান আহমেদ, জেলা প্রশাসক মো. আসিব আহসান, সিভিল সার্জন ডাক্তার হিরম্বর কুমার রায়, রংপুর জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডাক্তার শেখ মো. সাইদুল ইসলাম প্রমুখ।

রৌমারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রাম জেলার চররাজিবপুর উপজেলা পরিবার-পরিকল্পনা অফিসের উদ্যোগে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস। দিবসটি পালন উপলক্ষে সকাল ১১টায় একটির্ যালি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং অফিস চত্বরে বনজ ও ফলজ বৃক্ষ রোপণ করা হয় এবং উপজেলা পরিবার-পরিকল্পনা অফিসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর (সাতক্ষীরা) : সামাজিক দূরত্ব বজায় রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে নিজস্ব কার্যালয়ে বিশ্ব জনসংখ্যা দিবস ভার্চুয়াল আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবাবগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরে নবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালনে আলোচনা সভা, শ্রেষ্ঠ ক্রেস্ট বিতরণ করা হয়েছে। সকাল ১১টায় উপজেলা পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা টি.এইচ ও ডা. শাহজাহান আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মো. সায়েম সবুজ প্রমুখ।

ইসলামপুর (জামালপুর) : জামালপুরের ইসলামপুর উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউএনও মাহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল, জেলা মাঠ কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আসাদুল হক দুলাল প্রমুখ।

সাঘাটা (গাইবান্ধা) : শনিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেদওয়ান ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান জি. এম সেলিম পারভেজ। বিশেষ অতিথি ছিলেন ফুলছড়ি ইউএনও আবু রায়হান দোলন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফকরুজ্জামান।

ফকিরহাট (বাগেরহাট) : বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শনিবার দুপুর ১২টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে শারীরিক দূরত্ব বজায় রেখে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: শাহানাজ পারভীন।

দুপচাঁচিয়া (বগুড়া) : দুপচাঁচিয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে ১১ জুলাই শনিবার সকালে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ ফজলুল হক।

পত্নীতলা (নওগাঁ) : পত্নীতলায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২০ উপলক্ষে শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল গাফফার। উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা জিলস্নুর রহমানের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

বাজিতপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের বাজিতপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে শনিবার সকাল ১১টায় নিজস্ব কার্যালয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে অনলাইন ভার্চুয়াল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ছারোয়ার আলম। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ছারোয়ার আলম, ইউএনও দীপ্তিময়ী জামান প্রমুখ।

তারাগঞ্জ (রংপুর) : রংপুরের তারাগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২০ শনিবার উপজেলা পরিবার পরিকল্পনা সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে আরার সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জনাব গোলাম সাইদেল কাওনাইন (বায়েজীদ)।

পোরশা (নওগাঁ) : নওগাঁর পোরশায় ভার্চুয়াল পদ্ধতিতে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও সনদ বিতরণ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্‌ মঞ্জুর মোরশেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<105548 and publish = 1 order by id desc limit 3' at line 1