শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রংপুর চিনিকল কর্মচারী ও চাষিদের থালা হাতে বিক্ষোভ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  ১৪ জুলাই ২০২০, ০০:০০

গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারীদের চার মাসের বকেয়া বেতন ও চাষিদের সরবরাহ করা আখের মূল্য পরিশোধের দাবিতে সোমবার থালা হাতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও আখচাষি সমিতি সকাল থেকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের চিনিকল এলাকায় এ কর্মসূচি শুরু করেন। পরে চিনিকলের প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় সমাবেশ থেকে শ্রমিক-কর্মচারীদের বেতনভাতা ও আখচাষিদের আখের মূল্য পরিশোধসহ দাবি আদায়ের লক্ষ্যে ১৪ থেকে ২৫ জুলাই পর্যন্ত লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়।

সমাবেশে বক্তব্য বাখেন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহসম্পাদক ফারুক হোসেন ফটু, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, শ্রমিক নেতা এস এম জালাল, তোফাজ্জল হোসেন, আলী আজগর, আখচাষি নেতা জিন্নাত আলী প্রধান, আব্দুর রশিদ ধলু প্রমুখ। বক্তারা বেতন-ভাতা ও আখের মূল্য পরিশোধের পাশাপাশি চিনিকলের মালিকানাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামার ভূমিদস্য মুক্তকরণে প্রশাসনের রহস্যজনক ভূমিকার সমালোচনা করেন। সমাবেশ থেকে মঙ্গলবার সকাল ৮টা থেকে দুই ঘণ্টা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট, বৃহস্পতিবার শ্রমিক ও আখচাষিদের মহিমাগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল, আগামী শনি ও রোববার পূর্ণদিবস কর্মবিরতি, ২০ জুলাই রেলপথ অবরোধ, ২২ জুলাই উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান ধর্মঘট এবং ২৫ জুলাই গোবিন্দগঞ্জের রাজপথে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<105774 and publish = 1 order by id desc limit 3' at line 1