বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অসহায়দের ঈদ উপহার প্রদান

স্বদেশ ডেস্ক
  ৩১ জুলাই ২০২০, ০০:০০
গাজীপুরে মহানগর যুবলীগ আহবায়ক কামরুল আহসান রাসেলের ঈদ সামগ্রী বিতরণ -যাযাদি

ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থদের মধ্যে ঈদ উপহারসামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপহারসামগ্রীর মধ্যে তেল, ডাল, চাল, সেমাই, লুঙ্গি, শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

গাজীপুর :গাজীপুর মহানগর যুবলীগের ১০০০ অসহায় পরিবারকে ঈদসামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল ভোগড়া এলাকায় ওই উপহার বিতরণ করেন।

গোয়ালন্দ (রাজবাড়ী):রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপলস্নীর বাসিন্দাদের মানবিক সহায়তা দিয়েছেন আমেরিকান দম্পতি জ্যাকব বার্লিন ও জয়া বার্লিন। মুক্তি মহিলা সমিতির মাধ্যমে ৭০০ পরিবারকে এ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন ইউএনও আমিনুল ইসলাম, সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, আমেরিকান দম্পতির পক্ষে আজাদ রেন্টু ও কামরুজ্জামান সুমন।

বানিয়াচং (হবিগঞ্জ) : বানিয়াচংয়ে বন্যা কবলিতদের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছেন হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, ইউএনও মাসুদ রানা, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, হাসিনা আক্তার, প্রকল্প কর্মকর্তা মলয় কুমার দাশ, ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান প্রমুখ।

কলমাকান্দা (নেত্রকোনা):নেত্রকোনার কলমাকান্দায় এসএসসি-২০১২ ও এইচএসসি-২০১৪ ব্যাচের উদ্যোগে ৫০ পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মানিক মিয়া, সুফল চন্দ্র দাস, অসিম তালুকদার, সালমান হোসেন ও অসিত সরকার প্রমুখ।

কালিয়াকৈর (গাজীপুর) :গাজীপুরের কালিয়াকৈরে বোনাসের টাকায় বন্যার্তদের ঈদ উপহার দিয়েছেন মধ্যপাড়া ইউপি সচিব তানভীর আহাম্মেদ। বুধবার উপহারসামগ্রী বিতরণকালে ছিলেন ইউপি সদস্য বুলবুল আহম্মদ, সাহাবুল সিকদার, সিরাজুল ইসলাম।

কালীগঞ্জ (গাজীপুর) :ফেসবুক গ্রম্নপ কালীগঞ্জ উন্নয়ন সংগঠনের উদ্যোগে ৭৫ পরিবার পেল ঈদসামগ্রী। এ সময় সাংবাদিক আব্দুর রহমান আরমান, সমাজসেবক আবুল কালাম, স্বেচ্ছাসেবী নুরুল ইসলাম, রাসেল মিয়া, জাহেদ রানা, সবুজ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

কুমারখালী (কুষ্টিয়া) : কুমারখালীতে অসহায়দের উপহারসামগ্রী বিতরণ করেন জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ খান। উপস্থিত ছিলেন ইউপি মেম্বর, ইউপি সচিব, ইউনিয়নের কর্মকর্তা ও কর্মচারীরা।

নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মহাদেবপুরে 'হ্যালো নওগাঁ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ পরিবার মাঝে ঈদসামগ্রী এবং মাস্ক বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, ইউএনও মিজানুর রহমান, আ'লীগ নেতা আখতারুজ্জামান বাবুল, হোসেন আলী প্রমুখ।

ইসলামপুর (জামালপুর) :ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কামরুল ইসলাম জামালপুরের ইসলামপুরে প্রধানমন্ত্রীর উপহার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং মাস্ক বিতরণ করেছেন। এ সময় জামালপুর জেলা প্রশাসক এনামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক কবির উদ্দিন, স্থানীয় সাংসদ ফরিদুল হক খান দুলাল, সংরক্ষিত এমপি হোসনে আরা, উপজেলা চেয়ারম্যান জামাল আব্দুন নাসের বাবুল ও ইউএনও মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সাঘাটা (গাইবান্ধা) : ফুলছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা ডিএসকের কার্যালয়ে ৬০০ পরিবারকে ঈদ উপহার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান সেলিম পারভেজ। উপস্থিত ছিলেন কেন্দ্রের নির্বাহী প্রধান জাহাঙ্গীর আলম, গণমঙ্গল কেন্দ্রের নির্বাহী পরিচালক জহুরুল হক জনি, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু মিয়া প্রমুখ।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) :সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৭৫টি পরিবারকে ঈদসামগ্রী বিতরণ করেন সমাজসেবক মাও. আব্দুল খালেক। বিতরণকালে উপস্থিত ছিলেন মাস্টার আব্দুস সাত্তার, আব্দুল মালেক, আমিনুল ইসলাম ও নজরুল ইসলাম প্রমুখ।

আলীকদম (বান্দরবান) : ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল এসএম মতিউর রহমানের নিদের্শনায় চট্টগ্রাম ও পার্বত্য তিন জেলার দুস্থদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলীকদম জোনের অ্যাডজুটেন্ট আতিকুর রহমান, লামার ইয়াংছা আর্মি ক্যাম্প কমান্ডার মোকারম হোসেন এবং মহিদুল ইসলাম।

বদরগঞ্জ (রংপুর) :রংপুরের বদরগঞ্জের ৭০ জন হতদরিদ্র নরসুন্দর ও মুচিকে উপহার বিতরণ করেন ইউএনও মেহেদী হাসান। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়, সাংবাদিক প্রভাষক কামরুজ্জামান মুক্তা, শ্যামল লোহানী ও আমিনুল ইসলাম প্রমুখ।

বকশীগঞ্জ (জামালপুর) :জামালপুরের বকশীগঞ্জ পৌরমেয়র নজরুল ইসলাম সওদাগরের উদ্যোগে ৫০০ পরিবারকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, সাংবাদিক আজিজুর রহমান ডল প্রমুখ।

ধামরাই (ঢাকা) :ঢাকার ধামরাইয়ে ৪০০ পরিবারকে ঈদ উপহার দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিআই। এসডি আইয়ের নির্বাহী পরিচালক সামছুল হকের সভাপতিত্বে বিতরণ উদ্বোধন করেন স্থানীয় এমপি বেনজীর আহমদ। উপস্থিত ছিলেন ইউএনও সামিউল হক, ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা প্রমুখ।

ধুনট (বগুড়া) :বগুড়ার ধুনটে ৮৩৯ পরিবারকে চাল বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আহমেদ। ইউএনও সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু সাঈদ কাওসার রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শহিদুল ইসলাম প্রমুখ।

ফুলবাড়ী (দিনাজপুর) :ফুলবাড়ীতে দুস্থদের ঈদ উপহার হিসেবে পোশাক বিতরণ করেছে সেনাবাহিনী। বিতরণকালে খোলাহাটি ক্যান্টনমেন্ট ১৯ মিডিয়ায় রেজিমেন্ট আটিলারি ক্যাপ্টেন তানজিম রহমান, ওয়ারেন্ট অফিসার আব্দুর রাজ্জাক ও কর্পোরাল মিনহাজসহ সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<107606 and publish = 1 order by id desc limit 3' at line 1