বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০৭ আগস্ট ২০২০, ০০:০০

রচনা প্রতিযোগিতা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

'করোনার বিরুদ্ধে' ঘরে থেকে যুদ্ধে' জেলা পুলিশ বগুড়ার বিশেষ আয়োজনে অন-লাইনে স্ক্রিপ্ট রাইটিং, রচনা, চিত্রাঙ্কন এবং গান/ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা-২০২০ এ স্ক্রিপ্ট রাইটিং প্রতিযোগিতায় শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল ২য় স্থান অধিকার করায় বগুড়া জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে সনদপত্র প্রদান করেন শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান। এসময় উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (তদন্ত) ছানোয়ার হোসেন, ইন্সপেক্টর (অপারেশন) হরিদাস মন্ডলসহ প্রমুখ।

জাল জব্দ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতায় গভীর বনের কেয়াখালি খালে জেলেরা বিনা অনুমতিতে প্রবেশ করে মাছ ধরার সময় ২টি নৌকা ও জাল আটক করেছেন বন বিভাগ বুড়িগোয়ালিনী স্টেশন অফিসের বন কর্মকর্তাবৃন্দ।

বুধবার দুপুরের দিকে স্টেশন কর্মকর্তা (এসও) সুলতান আহম্মেদের নেতৃত্বে বন কর্মকর্তাবৃন্দ অভিযান চালানোর সময় জেলেরা বন কর্মকর্তাদের উপস্থিতি বুঝতে পেরে নৌকা ও জাল ফেলে সুন্দরবনে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ২টি নৌকা ও জালসহ অন্য মালামাল জব্দ করেন বন কর্মকর্তাবৃন্দ।

দোয়া মাহফিল

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বানারীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের ৭১তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন মো. শাহে আলম এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপেজলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোলস্নাসহ সভাপতি এ্যাড. মাহমুদ হোসেন মাখন, সাধারণ সম্পাদক এ্যাড. মাওলাদ হোসেন সানা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু।

শোকসভা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলা আ'লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উদ্‌যাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা সদরস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ'লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইমান উদ্দিন ভূঁইয়ার পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ'লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

করোনা পজিটিভ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের কাহারোল উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আবারও বেড়েছে। কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আজম জানান, বুধবার পর্যন্ত ৭ জনসহ মোট ৭১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তার মধ্যে কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক সরকার করোনা ভাইরাসে পজিটিভ। তিনিসহ এই উপজেলায় মোট ৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন, সুস্থ ৫৩ জন, মৃতু্যবরণ করেছেন ১ জন ও চিকিৎসাধীন রয়েছেন ১৭ জন।

বৃক্ষরোপণ উদ্বোধন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

মুজিববর্ষ ও জাতীয় শোক দিবস ১৫ আগস্ট উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে কৃষক লীগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার শিবগঞ্জ পৌর এলাকার অর্জুনপুর গ্রামে শিবগঞ্জ শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ আজমল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি মো. আলমগীর বাদশা, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বিপুল প্রমুখ।

প্রস্তুতি সভা

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের কাহারোলে উপজেলা হলরুমে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২০ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. নূরহাসান, কাহারোল থানা অফিসার ইনচার্জ মনোজ কুমার রায়, উপজেলা সমাজ সেবা অফিসার রাজীব কুমার বাগচী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<107938 and publish = 1 order by id desc limit 3' at line 1