শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০৭ আগস্ট ২০২০, ০০:০০

বিক্ষোভ মিছিল

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নিলখী হাপানিয়া গ্রামের মো. লিলু মিয়ার ছেলে মো. রাব্বী মিয়া (১৮) হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১টায় রাব্বী পরিষদ এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে উপস্থিত ছিলেন পিরিজপুর ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক, বাংলাবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোকাদ্দাস আহাম্মেদ প্রমুখ।

কর্মসূচির উদ্বোধন

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জে ফেরদৌসি বেগম শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপণ কর্মসূচি-২০২০-এর উদ্বোধন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. দেলওয়ার হোসেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. মরিয়ম, শিক্ষা অফিসার আকবর কবির, বন কর্মকর্তা নরুল ইসলাম, শিক্ষক নেতা জাহিদ শিকদার, ইউপি সদস্য জাকির হোসেন, যুবলীগ নেতা রফিকুল ইসলাম প্রমুখ।

সামগ্রী বিতরণ

বেড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার বেড়ায় বৃহস্পতিবার সকাল ৯টায় বেড়া পৌর কার্যালয়ে বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বেড়া পৌর মেয়র আলহাজ্ব আব্দুল বাতেন। বেড়া সার্কেল অফিসার জিলস্নুর রহমান, বেড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা বিষয়ক সম্পাদক আবদুল কাদের সবুজ, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মজনু, আনোয়ার হোসেন তারা প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎ

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ভোলাহাটে সদ্য দায়িত্ব নেওয়া অফিসার ইনচার্জ স্থানীয় সাংবাদিকদের সাথে বুধবার সন্ধ্যার পর নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সৌজন্য সাক্ষাতে নবাগত অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ভোলাহাট উপজেলার সকল নাগরিকের সহায়তায় সকল প্রকার আইনশৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন। তিনি সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি ৪ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলাহাট থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, সংরক্ষিত নারী সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক-১ পৌর মেয়র আলহাজ্ব মো. নজরুল ইসলাম খান, জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা শামছুজ্জোহা, রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি গাজী মোজাম্মেল হোসেন টুকু প্রমুখ।

ত্রাণ বিতরণ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে রোটারি ক্লাব অব ঢাকা মহানগর ও রোটারি ক্লাব অব রেডিয়েন্টের যৌথ উদ্যোগে বন্যার্তদের মাঝে প্যাকেজ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার রমনা মাস্টার এলাকায় ২১০ জন বন্যা দুর্গত মানুষের মাঝে চাল ৪ কেজি, আলু ২ কেজি, পেঁয়াজ ৫শ গ্রাম, গুড় ও চিড়া বিতরণ করা হয়। এ সময় ডেপুটি গভর্নর রোটারিয়ান ডি এম সেলিম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারি ক্লাব অব ঢাকা রেডিয়েন্ট ও বাংলাদেশ যুব মহিলা লীগ কুড়িগ্রাম জেলা সভানেত্রী মারসাদ আক্তার খুকি প্রমুখ উপস্থিত ছিলেন।

খাদ্য বিতরণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শনসহ খাদ্যসামগ্রী উপহার হিসেবে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন। বৃহস্পতিবার উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গোপিনপুর, শোলহাটি, শৈলাখালী, মকস এলাকাসহ বোয়ালীর ইউনিয়নের বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। বন্যাদুর্গত পরিবারের মাঝে মানবিক উপহার হিসেবে খাদ্যসামগ্রী এবং জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগ থেকে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জেরিকেন বা ঝার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরী, পলস্নী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, প্রকল্প কর্মকর্তা আহাম্মেদ রেজা আল মামুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<107939 and publish = 1 order by id desc limit 3' at line 1